কম্পিউটার-ল্যাপটপের যুগেও কোর্ট চত্বরে টাইপরাইটারই ভরসা, কোন বিশেষ কারণে এই 'আদিম' যন্ত্রের ব্যবহার আদালতে? জানেন না অনেকেই
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
টাইপরাইটারে দৈনিক কতটা কাজ মেলে একজন মুদ্রাক্ষরিকের, আর তাতে কতই বা উপার্জন হয়।
হাওড়া, রাকেশ মাইতি: কম্পিউটার যুগেও টাইপরাইটারে লেখার চল কোর্ট চত্বরে। কোর্ট চত্বরে প্রবেশ করলেই কানে আসে খট-খট শব্দ। বর্তমান সময়ে, যুগের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়ে চলেছে প্রায় সমস্ত কিছু। সেই দিক থেকে যেন ব্যতিক্রম কোর্ট চত্বরে টাইপরাইটারের ব্যবহার। এক সময় এই যন্ত্র ছাড়া টাইপ ভাবাই যেত না। অফিস থেকে কোর্ট কাচারি সর্বত্র দারুন ভাবে ব্যবহার হয়েছে। কিন্তু কালের নিয়মে এই যন্ত্র প্রায় অচল হয়েছে সর্বস্থানে। কিন্তু সেই দিক থেকে ব্যতিক্রম যেন কোর্ট চত্বর। বর্তমান সময়েও দাপটের সঙ্গে টাইপরাইটারে কাজ করে চলেছেন মুদ্রাক্ষরিকরা।
একটু খতিয়ে দেখলে মনে প্রশ্ন জাগবেই, এই বাজারে কম্পিউটার বা ল্যাপটপে বাড়তি সুযোগ-সুবিধা থাকার পরেও এই টাইপরাইটারে এখনও লেখার চল কেন? এই প্রতিকূল অবস্থাতে টাইপরাইটারে দৈনিক কতটা কাজ মেলে একজন মুদ্রাক্ষরিকের, আর তাতে কতই বা উপার্জন হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সবজির বাজারে ‘পকেট কাটা’ যাচ্ছে মধ্যবিত্তের! কবে কমবে আগুন দাম? কী বলছেন পাইকারি বাজারের ব্যবসায়ীরা
ব্যতিক্রম নয় হাওড়া কোর্ট চত্বর। বর্তমান সময়ে কাজের দিনগুলোতে সারা দিন খট-খট শব্দে ভরে ওঠে কোর্টের ওলিগলি। এখানে জনা-কয়েক মানুষ টাইপরাইটারের কাজ করেন। কয়েক বছর আগে পর্যন্ত এই সংখ্যা ছিল আরও অনেক বেশি। যত দিন গড়াচ্ছে সংখ্যাটা হ্রাস পাচ্ছে। মুদ্রাক্ষরিকের সংখ্যা কম হবার মূল কারণ হল, নতুন প্রজন্ম এই পেশার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। ৮-১০ বছর আগে পর্যন্ত এই কাজে আগ্রহ দেখা গিয়েছিল। তারপর আর নতুন কেউ আসেনি। এদিকে বার্ধক্যের কারণে বেশকিছু মানুষ অবসর নিয়েছেন এই কাজ থেকে। সেই জায়গা শূন্যই থেকে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে হাওড়া কোর্ট চত্বরের মুদ্রাক্ষরিকরা জানান, বর্তমান সময়ে কম্পিউটারে টাইপ অনেক সহজ, সেখানে টাইপরাইটারে লেখার জন্য বিভিন্ন ভাষায় শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। সেই দিক থেকে কম্পিউটার টাইপ অনেক সহজ। বর্তমান সময়ে টাইপরাইটার ব্যাকডেটেড, নতুন মেশিন পাওয়া যায় না। অন্যদিকে এই যন্ত্র মেরামতির কারিগরও মেলা দুষ্কর। কিন্তু সর্বত্র কাজ হারালেও, কোর্ট চত্বরে এই কাজের চাহিদা রয়েছে। যে কাজ আধুনিক কম্পিউটারে সম্ভব নয়। মূলত ফাঁকা কলামে এবং রো-তে প্রয়োজন মতো শব্দ লেখার জন্য উপযুক্ত টাইপরাইটার। যে কারণে আদালতের কাজে লেখার জন্য আজও ভরসার এই ব্যাকডেটেড টাইপরাইটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কম্পিউটার-ল্যাপটপের যুগেও কোর্ট চত্বরে টাইপরাইটারই ভরসা, কোন বিশেষ কারণে এই 'আদিম' যন্ত্রের ব্যবহার আদালতে? জানেন না অনেকেই