TRENDING:

Anti Drug Street Drama: সমাজকে নেশা মুক্ত করতে রাস্তার মাঝে এ কী করছে জেলা পুলিশ! দেখে অবাক পথচারীরা

Last Updated:

এবার সমাজ সচেতনতার বার্তা নিয়ে হাজির কোচবিহার জেলা পুলিশ। যুব সমাজকে নেশা মুক্ত করতে অভিনব পথ নাটক জেলা পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্তমান সময়ে অধিকাংশ মানুষ নেশার কবলে চলে যাচ্ছে। আর এর মধ্যেই বেশিরভাগ সংখ্যাটি হল যুবসমাজের। তবে মোবাইল কিংবা টেলিভিশনের নেশা নয়। এই নেশা আরও অনেকটাই ক্ষতিকর এবং ভয়ংকর নেশা। একবার এই ধরনের নেশার কবলে চলে গেলে ফেরত আশা কার্যত অসম্ভব। আর সে নেশার বশীভূত হয়ে তখন বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে যুব সমাজ। তবে এবার সমাজ সচেতনতার বার্তা নিয়ে হাজির কোচবিহার জেলা পুলিশ।
advertisement

জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান,”জেলা পুলিশ সব সময় সচেষ্ট থাকে যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে। সমাজ সচেতনতার বার্তা নিয়ে একটি পথ নাটক আয়োজন করা হয়েছিল। নাটকটি করা হয় কোচবিহার সাগরদিঘি চত্বরে। একটি ভাল পরিবারের ছেলে শুধুমাত্র নেশায় আসক্ত হয়ে কিভাবে নিজের জীবন শেষ করে দেয়। প্রাথমিক অবস্থায় সাধারণ মানুষ বুঝতে পারেনি যে সেখানে নাটক হচ্ছে। তবে নাটকের শেষে সকলকে বোঝানো হয় নাটকের বিষয়ে।”

advertisement

আরও পড়ুন: ৫টি নিরামিষ খাবারে ভরপুর প্রোটিন, শরীরে জোগাবে মাছ-মাংস-ডিমের থেকেও বেশি এনার্জি!

জেলা পুলিশের এক আধিকারিক এবং নাটকের অভিনেতা সংঘমিত্রা দে সরকার গুপ্ত জানান,”এই নাটকটিতে অংশগ্রহণ করে তাঁরা রীতিমতো খুশি। সমাজকে বার্তা দিতে তাঁদের এই প্রচেষ্টা সফল হবে বলে মনে করছেন তাঁরা। তবে সমাজের মানুষেরও এগিয়ে আসা উচিত নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে।” জেলা পুলিশের এহেনও উদ্যোগী ভূমিকা, সকলের নজর আকর্ষণ করেছে। সকলেই জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Anti Drug Street Drama: সমাজকে নেশা মুক্ত করতে রাস্তার মাঝে এ কী করছে জেলা পুলিশ! দেখে অবাক পথচারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল