জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান,”জেলা পুলিশ সব সময় সচেষ্ট থাকে যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে। সমাজ সচেতনতার বার্তা নিয়ে একটি পথ নাটক আয়োজন করা হয়েছিল। নাটকটি করা হয় কোচবিহার সাগরদিঘি চত্বরে। একটি ভাল পরিবারের ছেলে শুধুমাত্র নেশায় আসক্ত হয়ে কিভাবে নিজের জীবন শেষ করে দেয়। প্রাথমিক অবস্থায় সাধারণ মানুষ বুঝতে পারেনি যে সেখানে নাটক হচ্ছে। তবে নাটকের শেষে সকলকে বোঝানো হয় নাটকের বিষয়ে।”
advertisement
আরও পড়ুন: ৫টি নিরামিষ খাবারে ভরপুর প্রোটিন, শরীরে জোগাবে মাছ-মাংস-ডিমের থেকেও বেশি এনার্জি!
জেলা পুলিশের এক আধিকারিক এবং নাটকের অভিনেতা সংঘমিত্রা দে সরকার গুপ্ত জানান,”এই নাটকটিতে অংশগ্রহণ করে তাঁরা রীতিমতো খুশি। সমাজকে বার্তা দিতে তাঁদের এই প্রচেষ্টা সফল হবে বলে মনে করছেন তাঁরা। তবে সমাজের মানুষেরও এগিয়ে আসা উচিত নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে।” জেলা পুলিশের এহেনও উদ্যোগী ভূমিকা, সকলের নজর আকর্ষণ করেছে। সকলেই জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Sarthak Pandit