TRENDING:

North Dinajpur News: জলের দরে সস্তা, বাজারের থেকে দাম অনেক কম! জেলার এই স্টলে ভিড় জমছে ক্রেতাদের, কোথায় জানেন?

Last Updated:

North Dinajpur News: বাজার থেকে কম দামে জিনিস কিনতে এবার থেকে চলে ‌যান সৃষ্টিশ্রী স্টলে। সারা বছর কম দামে মন পছন্দের হরেক রকম জিনিস পেয়ে যাবেন এই সৃষ্টিশ্রী স্টলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বাজার থেকে কম দামে জিনিস কিনতে এবার থেকে চলে ‌যান সৃষ্টিশ্রী স্টলে। সারা বছর কম দামে মন পছন্দের হরেক রকম জিনিস পেয়ে যাবেন এই সৃষ্টিশ্রী স্টলে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়াতে এবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পঞ্চায়েত দফতরে তৈরি হল ‘সৃষ্টিশ্রী’ বিপণী কেন্দ্র ।
advertisement

এই সৃষ্টিশ্রী-তে পাবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রী । যার মধ্যে থাকছে শাড়ি, ব্যাগ, গয়না, ঘর সাজানোর জিনিস, মাদুর, মুখোশ, ডোকরা, তুলাইপাঞ্জি, কালোনুনিয়া চাল, আচার, গয়না বড়ি, আমসত্ত্ব, ঘি, নাড়ু ,মুয়া নুডলস— এই এসবের পাশাপাশি পাবেন ক্যাকটাস, বিভিন্ন ফুল-ফলের গাছ, অর্কিড, জৈব সার, বাহারি ফুলের টব-সহ বিভিন্ন জিনিস।

advertisement

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

এবার থেকে একই ছাদের তলায় সমস্ত রকম জিনিস একেবারেই কম মূল্যে পাবেন এই সৃষ্টিশ্রী স্টলে। জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আনন্দধারা প্রকল্পের অধীনে বিভিন্ন পঞ্চায়েতে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে, এই স্টলে মিলবে তাদের নির্মিত সামগ্রী ।

advertisement

View More

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এদিন হেমতাবাদ বিডিও অফিসে আনুষ্ঠানিক ভাবে এই সৃষ্টিশ্রী স্টলের উদ্বোধন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি প্রজেক্ট ডাইরেক্টর হেমন্ত সেয়া, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভু রায়-সহ অন্যরা। জানা যায়, উত্তর দিনাজপুর জেলায় এটি নিয়ে তৃতীয় স্টল। যেখানে এলাকার মহিলা ও হস্ত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হবে। সেই সঙ্গে গ্রাহকরা বাজার থেকে একেবারেই কম দামে সরকারি জিনিস কিনতে পারবেন এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: জলের দরে সস্তা, বাজারের থেকে দাম অনেক কম! জেলার এই স্টলে ভিড় জমছে ক্রেতাদের, কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল