গত তিন তারিখ বাড়ি থেকে বেরিয়ে মালদহ কলেজে গিয়ে বাড়ি ফেরেনি। তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে কলেজ পড়ুয়া বিশাল বসাক। পরিবারের অভিযোগ, কেউ বা অপহরণ করেছে তাদের ছেলেকে। ঘটনায় ইংরেজবাজার থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ছাত্রের দাদা অনুপ বসাক জানান, “তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য বুধবার দিন ৩ তারিখে সকাল ১১ টায় মালদহ কলেজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল বিশাল। তবে দুপুর ২ টার পর থেকে তাঁর ফোন সুইচ অফ আসে। পরে আর বাড়ি না ফেরাই কলেজে গিয়ে খোঁজ নিলে তাঁর কোনও খোঁজ মেলে না।
advertisement
আরও পড়ুন – SSC Recruitment: ৩৫১২ জনের অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি, পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে সব বিবরণ
এরপর ওইদিনেই ইংরেজবাজার থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করি। তিন দিন হয়ে যাবার পরও এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। তাঁদের আশঙ্কা কেউবা কারা অপহরণ করেছে বিশাল কে।”
মালদহ কলেজের টিচার্স কাউন্সিলর সদস্য পীযূষ সাহা জানান, বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আশা করছি নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশ দ্রুত তদন্ত করবে।” এদিকে এই ঘটনার পর নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
JM Momin






