আরও পড়ুন: ওড়নায় সূচের কাজে বাজিমাত, রাজ্যে প্রথম হয়ে দিল্লিতে চোখ পাখির
মণিপুরের নুংবি গ্রামে বসবাসকারী তাংখুল উপজাতি বহু যুগ ধরে এই কালো মাটির পাত্র তৈরি করে আসছে। সেই অপূর্ব সব হস্তশিল্প সামগ্রী নিয়ে শিলিগুড়িতে গড়ে উঠছে সংগ্রহশালা ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট।
এই সংগ্রহশালায় এলেই দেখতে পাবেন উত্তর-পূর্ব ভারত তথা বিভিন্ন দেশের নানান প্রজাতির নিজস্ব শিল্পকলার নিদর্শন। শুধু কালো মাটির পাত্র নয়, কওনা ঘাস দিয়ে তৈরি নানান জিনিসও দেখতে পাবেন এখানে এলে। এছাড়াও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র’ও আছে। তাতে দিয়ে তৈরি বিভিন্ন প্রাচীন উপজাতি গোষ্ঠীর জামাকাপড় সংগ্রহ করে রাখা আছে এখানে।
advertisement
ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাটের অন্যতম কর্নধার সংযুক্তা বসু বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন হস্তশিল্পগুলো হারিয়ে যেতে বসেছে। প্রাচীন সেই হস্তশিল্পের নানান ইতিহাস আছে। এগুলি সংরক্ষিত না করলে আগামী প্রজন্মের মধ্যে সেগুলি সম্পর্কে সঠিক ধারণা থাকবে না। তাই সেই হাতের কারু শিল্পগুলি সংগ্রহ করে যত্ন করে আমাদের সংগ্রহশালায় রেখেছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য, ২০১৮ সালে এই সংগ্রহশালা স্থাপন করা হয়েছিল শিলিগুড়ি মডেলা কেয়ারটেকার স্কুলের একটি ছোট্ট জায়গাতে। কাঠ, বাঁশ এবং মাটি দিয়েই সেই সংগ্রহশালা তৈরি করা হয়েছিল। আজ ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট হস্তশিল্পের মিউজিয়াম হয়ে উঠেছে বলাই যেতে পারে।
অনির্বাণ রায়