আরও পড়ুন: খেলা দেখে ফেরার পথে সব শেষ! বাড়ি ফিরল নিথর দেহ
২০০২ সালে তৎকালীন বাম পরিচালিত বালুরঘাট পুরসভার পক্ষ থেকে শহরের ট্রাক টার্মিনাসের ভেতরে এই মিনি হিমঘরটি তৈরি করা হয়। যাতে স্থানীয় কৃষকরা সবজি ও ফল চাষ করে তা প্রয়োজনে সংরক্ষণ করতে পারেন। কিন্তু হিমঘর তৈরি হলেও লাভ হয়নি এলাকার চাষিদের। কারণ ২১ বছর ধরে সেটি তালা বন্ধ অবস্থাতেই পড়ে আছে।
advertisement
বর্তমানে এই বন্ধ হিমঘরটিতে পিডব্লিউডি-এর জিনিসপত্র রাখা হয়। এ বিষয়ে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, বর্তমান পুর বোর্ড মানুষের কাছে পরিষেবা দিতে বদ্ধপরিকর। বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করে কীভাবে বিষয়টি আবার শুরু করা যায় তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বর্তমানে হিমঘরের চারিপাশ জঙ্গলাকৃত হয়ে পড়ে আছে। এমনকি হিমঘর চালানোর জন্য যে সমস্ত মেশিন এসেছিল সেগুলো অবহেলায় পড়ে থাকার কারণে নষ্ট হতে বসেছে। গোটা চত্বর বড় বড় আগাছায় ভরে গিয়েছে। ইতিমধ্যেই এই হিমঘর থেকে অনেক যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ।
সুস্মিতা গোস্বামী