উত্তরবঙ্গের বিপর্যয়ের পরেও কোনও টাকা দেয়নি কেন্দ্র, সরাসরি অভিযোগ মমতার৷ পাশাপাশি উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড ফ্লাড, ডিভিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷
মমতা বলেন, ‘‘কেন ডিভিসি ড্রেজিং হবে না? আমাদের যখন জল লাগে কেন জল দাও না। মাইথন, পাঁচেত ড্রেজিং হয় না৷ এদের নেতাদের বড় বড় কথা৷ এত বড় ডিজাস্টার (বিপর্যয়) হয়ে গেল উত্তরবঙ্গে কেউ এসেছে? একটাকা দিয়েছে?’’
advertisement
ডিভিসির জল ছাড়া নিয়েও মুখ্যমন্ত্রী বলেন,‘‘ তিস্তাকে ব্লক করেছে। এটি সামাজিক অপরাধ নয়? আমাদের বাংলা নদী মাতৃকা জায়গা৷ উত্তরবঙ্গে রায়ডাক,তিস্তা,তোর্সা ক্ষতিগ্রস্থ হয়।কেন্দ্রীয় সরকার উদাসীন।আমরা ইন্দো ভুটান রিভার কমিশন করতে বলেছি। দক্ষিণবঙ্গে ডিভিসি, পাঞ্চেত, মাইথনের ছাড়া জলে প্লাবিত হয়৷ পুজোর আগে ৬ ঘন্টায় কলকাতার জল নামিয়ে দিয়েছিলাম। ম্যান মেড ফ্ল্যাড। আমি ২০০৯ সাল থেকে বলছি আমি তখন রেল মন্ত্রী ছিলাম। তখন থেকে আমার মাথায় ঢুকেছে এটা পরিকল্পিত বন্যা।’’
