Engineering: ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্ত কী নিয়ে? এই ৩ ইঞ্জিনিয়ারিং কোর্সই সেরা! দেশ থেকে বিদেশ, চাকরির চাহিদা প্রচুর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Engineering: প্রচুর পড়ুরাই বর্তমানে বেছে নেন ইঞ্জিনিয়ারিং৷ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বেন কী নিয়ে? কোন বিভাগের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে সহজে পাওয়া যাবে চাকরি?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Nuclear Engineering: উচ্চ স্তরের নির্ভুলতা এবং দায়িত্বের চাহিদা থাকা পারমাণবিক ইঞ্জিনিয়ারিং কোর্স। এই ক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডিজাইন, বিকিরণ সুরক্ষা এবং রিঅ্যাক্টর পদার্থবিজ্ঞান মতো সংবেদনশীল বিষয় সম্পর্কে পড়ানো হয়। এই কোর্স কঠিন কিন্তু এর চাহিদা অনেক। এতে বেতনও লক্ষ লক্ষ টাকায় হতে পারে।
advertisement
Aerospace Engineering: এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং করার কথাও ভাবতে পারেন। ১২তম শ্রেণীর পর এই কোর্সও করা যেতে পারে। তবে, এটি একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় কিন্তু বেতনের ক্ষেত্রে ভাল। এতে বিমান, মহাকাশযানের ডিজাইন, নির্মাণ এবং পরীক্ষার সাথে সম্পর্কিত পড়াশোনা করানো হয়। এটি করার পর প্রাথমিক বেতন লক্ষ লক্ষ টাকায় হতে পারে।
