মমতা বলেন, “কালবৈশাখী বড্ড বেশি হচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। গত সপ্তাহে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৮ জন মারা গিয়েছেন। আমরা এঁদের সবাইকে দু-লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ঘূর্ণিঝড় মোকা নিয়েও এ দিন মুখ খোলেন মুখ্যমান্ত্রী।
আরও পড়ুনঃ কীভাবে শক্তি বাড়াবে মোকা? কোন পথে চালাতে পারে ধ্বংসলীলা? রইল সর্বশেষ আপডেট
advertisement
আরও পড়ুনঃ দিঘায় খুলে গেল আকর্ষণের নয়া দিগন্ত! কৌতুহলে পড়িমড়ি করে ছুটছেন পর্যটকরা! আপনি কবে যাচ্ছেন?
প্রসঙ্গত, ২০২০ সালে করোনার সময়ে ঘূর্ণিঝড় আমফানে তছনছ করে দিয়েছিল গোটা বাংলা। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসেও উপকূলবর্তী জেলাগুলির ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। এ বারে তাই ঘূর্ণিঝড় মোকা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী, বাংলা ও ওড়িশাতে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় মোকার। আগামী সপ্তাহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে বাংলা ও ওড়িশার দিকে ধেয়ে আসতে পারে। তবে কোন পথে কত শক্তি নিয়ে এগিয়ে যাবে মোকা, তা এখনও নিশ্চিত করতে পারেনি মৌসম ভবন।
Somraj Bandyopadhyay