মানবতার দেওয়াল চালু করেছেন আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ। আলিপুরদুয়ার শহরে বিভিন্ন সময় নানান ভূমিকায় দেখা গিয়েছে তাকে। এবারে তিনি ক্লোথ ব্যাঙ্ক চালু করার উদ্যোগ নিলেন। আলিপুরদুয়ার শহরে এটি অন্যতম একটি উদ্যোগ।
advertisement
তাঁর কথাতে, আলিপুরদুয়ার শহরের বিভিন্ন স্থানে তিনি এলাকাবাসীকে দেখেছেন পুরনো কাপড় নোংরার সঙ্গে ফেলে দিতে। অথচ সেই কাপড় অনায়াসেই কেউ ব্যবহার করতে পারত। তিনি অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন ক্লোথ ব্যাঙ্ক চালু করার, অবশেষে তিনি সফল হয়েছেন।
সারদাপল্লীর একটি ছোট ঘরে তিনি চালু করেছেন এই ক্লোথ ব্যাঙ্ক। তিনি শহরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, পুরোনো কাপড় না ফেলে দিয়ে এই ঘরে এনে রেখে দিতে। এই কাজের জন্য আলাদা কোনও নিয়মের মধ্য দিয়ে যেতে হবে না তাদের। কারও জামাকাপড় একটু ছিঁড়ে গেলেও তা নেওয়া হবে। পরবর্তীতে তা সেলাই করে রাখা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শান্তুনু দেবনাথ আরও জানান, “শীত জাঁকিয়ে পড়েছে। যারা হত দরিদ্র তাঁদের গায়ে এই শীতেও গরম কাপড় দেখা যায় না। তাদের জন্যই এই মানবতার দেওয়াল। আমরা হাতে তুলে দিচ্ছি না। শুধু বলছি যার যখন জামাকাপড়ের প্রয়োজন হবে তখন এই ঘর ঘুরে তা নিতে পারবে।”





