TRENDING:

Clay Cups: গরম পড়লেই সব কাজ ছেড়ে শুরু হয় মাটির ভাঁড় তৈরির কাজ! কেন জানেন?

Last Updated:

গরমকাল এলেই কেন মাটির ভাঁড় তৈরির কাজে জোর দেন মৃৎ শিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানেশ্বর: কোচবিহারের বানেশ্বর এলাকায় দীর্ঘ সময় ধরে বসবাস করেন বহু মৃৎ শিল্পী। সারাটা বছর তাঁরা বিভিন্ন অন্য কাজে ব্যস্ত থাকেন। তবে বছরের এই সময়ে তাঁরা ব্যস্ত হয়ে পড়েন মাটির ভাঁড় নির্মাণে। বছরের এই গরমের মরসুমের পরিবেশ আদর্শ সময় এই মাটির ভাঁড় নির্মাণের জন্য। এছাড়া এই সময়ে মাটির ভাঁড়ের চাহিদাও থাকে বাজারে প্রচুর পরিমাণে। ফলে এই সময় সপরিবারে এই শিল্পীরা মেতে ওঠেন এই মাটির ভাঁড় নির্মাণে। বানেশ্বর এলাকায় গিয়ে দেখা গেল শিল্পীরা ব্যস্ত হয়ে রয়েছেন ভাঁড় নির্মাণে।
advertisement

শিল্পী নারায়ণ পাল জানান, “দীর্ঘ প্রায় চার বছর ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত। তবে তাঁর আগে তাঁর বাবা এই কাজ করতেন। মূলত বংশ পরম্পরায় তাঁরা এই কাজ করছেন। সারাটা বছর মাটির অন্য নির্মাণের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাঁরা। তবে গরমের মরসুমের শুরু থেকেই মাটির ভাঁড় নির্মাণ শুরু করেন তাঁরা। এই সময় মাটির ভাঁড় নির্মাণের মাটি যেমন সহজে পাওয়া যায়, তেমনই এই সময় ভাঁড় তৈরি করতেও অনেকটাই সুবিধা হয় তাঁদের। এছাড়া বাজারে এই সময় মাটির ভাঁড়ের চাহিদাও থাকে বেশ অনেকটাই।”

advertisement

আরও পড়ুন: কোচবিহার রেল স্টেশনে চেন্নাই এক্সপ্রেস! নতুন এই আকর্ষণে আসছেন বহু মানুষ

তিনি আরও জানান, “মাটির ভাঁড় তৈরি মাটি মূলত আসে কোচবিহারের মরুগঞ্জ এলাকা থেকে। এটি এক ধরনের বিশেষ এঁটেল মাটি। গাড়ি প্রতি ৩০০০ টাকা দিয়ে কিনতে হয় এই মাটি। তারপর শুরু হয় ভাঁড় নির্মাণ। প্রতিটি মাটির ভাঁড় দু’টাকা পর্যন্ত দামে বিক্রি হয় পাইকারি। খুচরো আরেকটু বেশি দামে বিক্রি হয়। তবে এই সময় সূর্যের তাপ বেশি থাকায় দিনের দুই থেকে তিন ঘণ্টা সূর্যের তাপে ভাঁড়ের মাটি শুকিয়ে যায়। ফলে ভাঁড় নির্মাণ করতে সুবিধা হয়। তাই সপরিবারে এই সময় এই কাজ করেন তাঁরা।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও সারাটা বছর এই মাটির ভাঁড় বিক্রি হয়। মূলত চায়ের দোকানগুলির জন্যই এই ভাঁড়ের প্রয়োজন হয়। বর্তমানে চিনা মাটির কাপ, কাঁচের কাপ ও প্লাস্টিকের কাপ প্রায় দেখাই যায় না বেশিরভাগ চায়ের দোকানে। এখন প্রায় সব দোকানেই গ্রাহকেরা মাটির ভাঁড়ে চা পান করতে পছন্দ করেন। তাই মাটির ভাঁড়ের চাহিদাও থাকে প্রচুর পরিমাণে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানেও থাকবে না দূষণের ঝক্কি, ফিল্টার করে ধোঁয়া নিষ্কাশন! হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Clay Cups: গরম পড়লেই সব কাজ ছেড়ে শুরু হয় মাটির ভাঁড় তৈরির কাজ! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল