TRENDING:

North Bengal Train Cancelled: উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, নতুন বছরের শুরু পর্যন্তও সুরাহা নেই, দেখে নিন ট্রেনের লিস্ট

Last Updated:
North Bengal Train Cancelled: ট্রাফিক ও পাওয়ার ব্লকের ফলে মালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! উত্তরবঙ্গে রেল যাত্রার আগে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা
advertisement
1/6
উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, নতুন বছরের শুরু পর্যন্তও সুরাহা নেই, দেখে নিন লিস্ট
মালদহ ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের ফলে বাতিল এবং পরিবর্তন একাধিক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। নতুন বছরে উত্তরবঙ্গ সফরের আগে দেখে নিন বাতিল ট্রেন গুলির তালিকা।(
advertisement
2/6
আগামী ৩ জানুয়ারি মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের করার জন্য লেভেল ক্রসিং গেট নম্বর ১ সি অপসারণের ফলে পোড়াডাঙ্গা হল্ট ও আজিমগঞ্জ স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ৭ ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন রয়েছে।
advertisement
3/6
পাশাপাশি এদিন সাঁকোপাড়ায় ইন্টারমিডিয়েট ব্লক হাট কাজ সহ বল্লালপুর ও ধুলিয়ান গঙ্গা স্টেশনে সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ করা হবে। যার ফলে বাতিল ও দেরিতে চলবে একাধিক ট্রেন।
advertisement
4/6
মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জানুয়ারি ট্রেন নাম্বার ৫৩০২৯ আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার ও ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদহ টাউন প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। এবং আগামী ৩ জনুয়ারি বাতিল করা হয়েছে ট্রেন নাম্বার ৫৩০৩০ ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার ৫৩০২৮ মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ও ট্রেন নাম্বার ৫৩৪৩৩/৫৩৪৩৪ আজিমগঞ্জ-বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।
advertisement
5/6
পাশাপাশি পরিবর্তন করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। ট্রেন নাম্বার ১৩১২৬ সাইরাং-কলকাতা এক্সপ্রেস সাইরাং নির্ধারিত সময় থেকে ৪ ঘন্টা দেরিতে চলবে। এবং ট্রেন নাম্বার ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার কাটোয়া থেকে নির্ধারিত সময় থেকে ১ ঘন্টা দেরিতে চলবে।
advertisement
6/6
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের সুবিধার্থে রেল লাইনের বিশেষ কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন হয়েছে। কাজ সম্পূর্ণ হলে স্বাভাবিক হবে রেল যাত্রা। এক্ষেত্রে রেল যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী রেল কর্তৃপক্ষ।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Train Cancelled: উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, নতুন বছরের শুরু পর্যন্তও সুরাহা নেই, দেখে নিন ট্রেনের লিস্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল