TRENDING:

Jhargram News: জুনিয়র বিজ্ঞানী খেতাব জয়ের লক্ষ্যে ঝাড়গ্রাম থেকে ভূপাল রওনা দশম শ্রেণীর ছাত্রীর

Last Updated:

Junior Scientist: জুনিয়র সাইন্টিস্ট খেতাব জয়ের লক্ষ্যে দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা জানা। ভারত সরকারের সাইন্স ও টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে দেশব্যাপী প্রতিবছর জুনিয়ার সাইন্টিস্ট সন্ধানের লক্ষ্যে বিশেষ প্রতিযোগিতা হয়ে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: জুনিয়র বিজ্ঞানী খেতাব জয়ের লক্ষ্যে অরণ্যসুন্দরী থেকে ভূপালের উদ্দেশে রওনা দিল দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা জানা। অঙ্কিতা ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম নেতাজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ভারত সরকারের সাইন্স ও টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে দেশব্যাপী প্রতি বছর জুনিয়ার সাইন্টিস্ট সন্ধানের লক্ষ্যে বিশেষ প্রতিযোগিতা হয়ে থাকে। ২০২৩ সালে ৩১ তম ন্যাশনাল চিলড্রেন সাইন্স কংগ্রেস ২০২৩ আয়োজিত হয়।
বিদ্যালয়ের প্রাঙ্গণে অঙ্কিতা জানা
বিদ্যালয়ের প্রাঙ্গণে অঙ্কিতা জানা
advertisement

আরও পড়ুন: চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজে পেলেন বাংলাদেশিরা, দলে দলে যাচ্ছেন সেই দেশে

এই প্রতিযোগিতায় অঙ্কিতার গবেষণার বিষয়বস্তু ছিল জঙ্গলমহলের শাল জঙ্গলের ছাতু। জঙ্গলমহলের শাল জঙ্গলে কত প্রকারের ছাতু পাওয়া যায়? সেই ছাতুগুলির মধ্যে কোনগুলি খাওয়া যায়, কোনগুলি খাওয়া যায় না এবং কোন ছাতুর কী ভেষজ গুণ রয়েছে এছাড়াও কোন ছাতুগুলি বিষাক্ত এই সমস্ত বিষয়ে গবেষণা করে অঙ্কিতা। অঙ্কিতাকে তার গবেষণায় সহযোগিতা করে বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার সেনাপতি। এই ছাতু নিয়ে গবেষণা করে ঝাড়গ্রাম জেলার অন্যান্য স্কুলকে পেছনে ফেলে জেলার মধ্যে সেরাস্থান অধিকার করে অঙ্কিতা।

advertisement

এই গবেষণাকে সামনে রেখেই রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের হয়ে জাতীয় স্তরে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয় অঙ্কিতা। এবার অঙ্কিতার জুনিয়র সাইন্টিস্ট খেতাব জয়ের লক্ষ্যে মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালে আয়োজিত ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার উদ্দেশ্যে ঝাড়গ্রাম থেকে রওনা দিয়েছে।জানুয়ারি মাসের ৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সাফল্য পেলেই জুনিয়র সাইন্টিস্টের খেতাব সারাদেশের কাছ থেকে ছিনিয়ে ঝাড়গ্রামের জন্য নিয়ে আসতে পারবে অঙ্কিতা।

advertisement

View More

আরও পড়ুন: কোথাও যেতে পাসপোর্ট লাগে না! মাত্র তিন জন মানুষ পৃথিবীর যে কোনও দেশ ঘুরতে পারেন, জানেন কারা?

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

অঙ্কিতাকে শুভেচ্ছা জানানোর জন্য বিদ্যালয়ে হাজির হয় ঝাড়গ্রাম জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এটা খুবই আনন্দের বিষয় গর্বের বিষয়। ঝাড়গ্রাম একটি নবগঠিত জেলা অনেকের ধারণা ছিল এটি পিছিয়ে পড়া একটি জেলা। আমরা যে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কোনও অংশে পিছিয়ে নেই তা আমরা প্রমাণবারে বারে দিয়েছি। এই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা জানা চিলড্রেন সাইন্স কংগ্রেসের অংশগ্রহণ করতে যাচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তার সাফল্য কামনা করি”।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jhargram News: জুনিয়র বিজ্ঞানী খেতাব জয়ের লক্ষ্যে ঝাড়গ্রাম থেকে ভূপাল রওনা দশম শ্রেণীর ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল