ডাকাত দলের ছোড়া গুলিতে আহত হয়েছেন সোনার দোকানের মালিকও৷
জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় মালদহের চাঁচল থানা এলাকার মালতিপুরে ব্যস্ত বাজার এলাকায় একটি সোনার দোকানে আট জনের একটি ডাকাত দল হানা দেয়৷ দোকানে ঢুকে লুঠপাট শুরু করে তারা৷ বাধা দিতে গেলে গুলিও চালায় দুষ্কৃতীরা৷ বাধা দিতে গেলে সোনার দোকানের মালিক গৌতম সেনকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লাগে দোকান মালিকের পায়ে।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যু, অন্তেষ্টিতে যোগ দিতে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু! মিলল না স্বস্তি
চিৎকার চেঁচামেচীতে ততক্ষণে দোকানের বাইরে ভিড় জমে যায়। ডাকাতি করে পালানোর সময় দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। সেই সময় দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছেডে় পালায় বলে অভিযোগ।
ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচলের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়৷ ডাকাতদের ধরতে সতর্ক করা হয় আশপাশের থানাগুলিকেও৷
ঘটনাস্থল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে কাশিমপুরে মোমিনুল হক নামে এক সিভিক ভলেন্টিয়ার ওই ডাকাত দলকে বাধা দিতে যান৷ অভিযোগ, তখন ওই সিভিক ভলেন্টিয়ারকে লক্ষ্য করেও বোমা ছোড়ে দুষ্কৃতীরা৷ বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের৷
ঘটনার পর এলাকায় পৌঁছেন মালদহের পুলিশ সুপারও৷ সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷
প্রসঙ্গত, কয়েক মাস আগে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরেও ভরসন্ধ্যায় একই ভাবে একটি সোনার দোকানে হানা দেয় ়ডাকাতদল৷ ডাকাতিতে বাধা দিলে দোকান মালিকের ছেলেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা৷ সেই ঘটনায় অবশ্য পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ৷