TRENDING:

Child Rare Disease: হাতে মাত্র ১২০ দিন, ৯ মাসের শিশুর বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন ৯ কোটি টাকা! মাথায় হাত বাঙালি পরিবারের

Last Updated:

Child Rare Disease: হাতে সময় মাত্র একশো কুড়ি দিন। ছোট্ট আংশিকাকে নিয়ে অসহায় বাবা-মা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। মারাত্মক এই রোগের নাম এস‌এম‌এ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মারাত্মক এক রোগে আক্রান্ত শিশু। আমেরিকা ছাড়া সম্ভব নয় চিকিৎসা। প্রয়োজন প্রায় ৯ কোটি টাকার। হাতে সময় মাত্র একশো কুড়ি দিন। ছোট্ট আংশিকাকে নিয়ে অসহায় বাবা-মা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। মারাত্মক এই রোগের নাম এস‌এম‌এ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি।
advertisement

জিনগত এই রোগের এই দেশে নেই চিকিৎসা পরিষেবা। যার ফলে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৯ কোটি টাকা। মালদহের রতুয়ার সামসি এলাকার বাসিন্দা অনিমেষ মণ্ডল। পেশায় একজন অধ্যাপক। বর্তমানে তিনি মালদহের সামসি এসএন বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কর্মরত। তাঁর ৯ মাসের সন্তান আংশিকা মণ্ডল এস‌এম‌এ টাইপ ১ নামক একটি বিরল রোগে আক্রান্ত।

advertisement

আরও পড়ুন: বড় খবর, জয়েন্টের ফলপ্রকাশে বাধা কাটল সুপ্রিম কোর্টে, কাটল ওবিসি জট! হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

মারাত্মক এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। তবে আর্থিক সামর্থ্য না থাকায় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন সন্তানের বাবা-মা। রোগে আক্রান্ত শিশুর বাবা অনিমেষ মণ্ডল জানান, “জন্মের এক মাস পর থেকেই তাঁরা সন্তানের এই রোগের ব্যাপারে জানতে পারেন। চিকিৎসার জন্য দেশের বিভিন্ন নামীদামি হাসপাতাল এবং ডাক্তারের খোঁজে ঘুরেছেন হন্যে হয়ে। তবে এই চিকিৎসা শুধু একমাত্র আমেরিকা অথবা বিদেশে সম্ভব। যার জন্য প্রয়োজন প্রায় ৯ কোটি টাকা।”

advertisement

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন

এই বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, “বিষয়টি নিয়ে আমরা অবগত। আমরা জেলা পরিষদের আলোচনা সভায় এই বিষয়টি তুলে ধরব। যদিও বিপুল পরিমাণ অঙ্কের অর্থের প্রয়োজন। তাই সরকারি ভাবে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি জনসাধারণকে বলব তাদের পাশে দাঁড়াতে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ছোট্ট আংশিকাকে বাঁচাতে হাতে আর মাত্র কয়েকটা দিন। বর্তমানে তাঁর বয়স ৯ মাস। চিকিৎসকদের মতে, মারাত্মক এই রোগে আক্রান্ত শিশুদের মেয়াদ থাকে দুই বছর। দ্রুত চিকিৎসা না হলে বাঁচাতে পারা অসম্ভব। তবে আংশিকাকে সুস্থ করে তুলতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন আংশিকার বাবা-মা। এমন অবস্থা প্রশাসন ও জনসাধারণের আর্থিক সহায়তার দিকে তাকিয়ে আংশিকার পরিবার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Rare Disease: হাতে মাত্র ১২০ দিন, ৯ মাসের শিশুর বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন ৯ কোটি টাকা! মাথায় হাত বাঙালি পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল