TRENDING:

Child Adoption: এক মেয়ে রয়েছে, আরও একটি কন্যা সন্তানের ইচ্ছা, লম্বা অপেক্ষা, ২ বছর অনলাইনে দেখার পর অবশেষে হাতে পেলেন দম্পতি

Last Updated:

Child Adoption: অনলাইনেই এতদিন মেয়েকে দেখেছেন বাবা মা! দত্তক নেওয়া কন্যা অবশেষে গেল দম্পতির কাছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: দ্বিতীয় মেয়েকে গত দুই বছর ধরে শুধুমাত্র অনলাইনে ছবির মাধ্যমে দেখেছিলেন আমেরিকা প্রবাসী ভারতীয় দম্পত্তি। কবে তারা সরাসরি তাদের ছোট্ট মেয়েকে কোলে নেবেন। অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার পর সেই কাঙ্খিত মুহূর্তটি এসে পৌঁছেছে।
শিশু দত্তক নিলেন আমেরিকায় থাকা দম্পতি Photo- Representative
শিশু দত্তক নিলেন আমেরিকায় থাকা দম্পতি Photo- Representative
advertisement

দিল্লি থেকে নতুন বাবা-মায়ের কোলে চড়ে, ১৬ মাসের ছোট্ট দিয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। জেলা শাসকের অফিসে অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল আনুষ্ঠানিকভাবে দিয়াকে প্রবাসী দম্পত্তির হাতে তুলে দেন।

advertisement

দিল্লি থেকে নতুন বাবা-মায়ের কোলে চড়ে, ১৬ মাসের ছোট্ট দিয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল

জলপাইগুড়ি জেলা প্রশাসনের রেসকোর্স পাড়াস্থ সরকারি স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি (জি সা) থেকে কর্মকর্তারা দিয়াকে নিয়ে আসেন জেলা শাসকের অফিসে। পঞ্জাবের আদি বাসিন্দা, বর্তমানে আমেরিকা প্রবাসী এই দম্পত্তি আগেই সেখানে উপস্থিত ছিলেন।এ দম্পত্তি ক্যানসাস শহরে বসবাস করে এবং দুজনেই আইটি সেক্টরে চাকরি করেন। তাদের ৮ বছরের একটি শিশু কন্যা রয়েছে।

advertisement

আরও পড়ুন – Labour Pain during Madhyamik Exam 2025: হাতে অঙ্ক প্রশ্নপত্র, শুরু হল অসম্ভব প্রসব যন্ত্রণা, তারপর কী করল সেই মেয়েটি জানলে চমকে যাবেন

বেশ কয়েক বছর আগে তারা একটি ভারতীয় শিশুকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ২০২২ সালে সরকারি নিয়ম মেনে শিশু দত্তক নেওয়ার জন্য অনুমোদিত ফরেন অ্যাডপশন এজেন্সি (আফা)-র মাধ্যমে আবেদন করেন। অনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও ২০২৩ সালের মে মাসে ভারতীয় শিশু দত্তকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

advertisement

এর মধ্যেই জলপাইগুড়ি সরকারি সা-তে বড় হয়ে ওঠা দিয়া সম্পর্কে একাধিকবার ছবির মাধ্যমে খুশি হয়েছেন এই দম্পত্তি। অবশেষে, তাদের প্রথমবারের মতো দিয়াকে কাছে পেয়ে সানন্দে তাকে কোলে তুলে নেন প্রবাসী মা, জানিয়েছেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Adoption: এক মেয়ে রয়েছে, আরও একটি কন্যা সন্তানের ইচ্ছা, লম্বা অপেক্ষা, ২ বছর অনলাইনে দেখার পর অবশেষে হাতে পেলেন দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল