দিল্লি থেকে নতুন বাবা-মায়ের কোলে চড়ে, ১৬ মাসের ছোট্ট দিয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। জেলা শাসকের অফিসে অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল আনুষ্ঠানিকভাবে দিয়াকে প্রবাসী দম্পত্তির হাতে তুলে দেন।
advertisement
দিল্লি থেকে নতুন বাবা-মায়ের কোলে চড়ে, ১৬ মাসের ছোট্ট দিয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল
জলপাইগুড়ি জেলা প্রশাসনের রেসকোর্স পাড়াস্থ সরকারি স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি (জি সা) থেকে কর্মকর্তারা দিয়াকে নিয়ে আসেন জেলা শাসকের অফিসে। পঞ্জাবের আদি বাসিন্দা, বর্তমানে আমেরিকা প্রবাসী এই দম্পত্তি আগেই সেখানে উপস্থিত ছিলেন।এ দম্পত্তি ক্যানসাস শহরে বসবাস করে এবং দুজনেই আইটি সেক্টরে চাকরি করেন। তাদের ৮ বছরের একটি শিশু কন্যা রয়েছে।
বেশ কয়েক বছর আগে তারা একটি ভারতীয় শিশুকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ২০২২ সালে সরকারি নিয়ম মেনে শিশু দত্তক নেওয়ার জন্য অনুমোদিত ফরেন অ্যাডপশন এজেন্সি (আফা)-র মাধ্যমে আবেদন করেন। অনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও ২০২৩ সালের মে মাসে ভারতীয় শিশু দত্তকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
এর মধ্যেই জলপাইগুড়ি সরকারি সা-তে বড় হয়ে ওঠা দিয়া সম্পর্কে একাধিকবার ছবির মাধ্যমে খুশি হয়েছেন এই দম্পত্তি। অবশেষে, তাদের প্রথমবারের মতো দিয়াকে কাছে পেয়ে সানন্দে তাকে কোলে তুলে নেন প্রবাসী মা, জানিয়েছেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র।
Surajit Dey