এই অকাল চড়ক পুজো শুধু বহু বছর ধরে আয়োজিত হয়ে আসছে। চড়ক পুজোর মধ্য দিয়ে সন্তুষ্ট রাখা হয় দেবাদিদেব মহাদেবকে। চৈত্র সংক্রান্তির চড়ক পুজোর মত নিয়ম পালিত হয় অকাল চড়ক পুজোতেও। রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও এলাকায় অনুষ্ঠিত হয় এই অসময়ের চড়ক পুজো ও মেলা। রবিবার সন্ধে থেকে এলাকার বসতে শুরু করেছিল মেলা। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ময়দানে আসেন।
advertisement
আরও পড়ুন: মনসাই নদীর চরের তরমুজ খেলে স্বাদ মুখে লেগে থাকবে!
এই অকাল চড়কে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়।পুজো উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, ২০০২ সাল থেকে অকাল চড়ক পুজো করছেন তাঁরা। এটি এলাকাবাসীদের আবেগ। স্থানীয়দের মতে ধুলাগাঁও এলাকার এই চড়ক পুজোর মেলা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্টই উপভোগ করছে। ফলে এর অত্যন্ত যথেষ্ট উজ্জ্বল।
অনন্যা দে