নববর্ষের প্রাক্কালে আনন্দের মাঝেই দুর্ঘটনার ছায়া নেমে এল জলপাইগুড়ি জেলায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোমবার রাতে জেলার রাজগঞ্জ থানার বেলাকোবা অঞ্চলে চড়ক উৎসব চলাকালীন গুরুতর আহত হন এক গাজন সন্ন্যাসী। ঘূর্ণায়মান চড়ক থেকে ছিটকে পড়ে যান তিনি।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত সন্ন্যাসীর নাম পরিমল রায় (৪২), তিনি জোটেশ্বর এলাকার বাসিন্দা। ওই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিমল রায়কে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ এক এক করে যুবককে দশবার কামড়! সারারাত দেহ পাহারা দিল সাপ! হতবাক পরিবার যা বলল…! সাংঘাতিক
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, একইরাতে আরেকটি দুর্ঘটনা ঘটে বানারহাটের চানাডিপা এলাকায়। চড়কের ঘূর্ণিতে সাইকেল-সহ ঘুরতে ঘুরতে হঠাৎ বড়শি ছিড়ে ছিটকে পড়েন এক ব্রতী। ফাঁকা কৃষিজমিতে বসা মেলায় ঘটেছে এই ঘটনা। তাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৈত্র সংক্রান্তির সময় গ্রামবাংলায় চড়ক উপলক্ষে রীতি মেনে বড়শি গেঁথে ঘোরার এই ঐতিহ্য শতাব্দী প্রাচীন। তবে উপযুক্ত নিরাপত্তার অভাবে প্রতিবছরই ঘটে এমন দুর্ঘটনা। এবারের ঘটনাগুলি প্রাণঘাতী না হলেও, সতর্কতার বার্তা দিয়ে গেল বইকি! উৎসব হোক আনন্দের, দুর্ঘটনার নয়, এমনই বলছেন সাধারণ মানুষ।
সুরজিৎ দে