আলিপুরদুয়ারে গুলিবিদ্ধ ওই পেট্রলপাম্প কর্মী বর্তমানে আহত কর্মী শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।আলিপুরদুয়ার দুই ব্লকের চালতা তলা এলকায় এক পেট্রোল পাম্পের কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা, এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ৩১ নম্বর জাতীয় সড়কের চালতা তলা এলাকায়।
advertisement
এদিন পাম্পটি বন্ধ থাকায় পেট্রোল পাম্পে কোনও কর্মীকে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিবেশীরা বিষয়টি জানেন না স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর অজয় মণ্ডল পাম্পে কর্মরত ছিলেন। আনুমানিক সোমবার গভীর রাতে বাইকে করে দুষ্কৃতীরা এসে পেট্রোল পাম্পে ঢুকে পাম্পের কর্মী অজয় মণ্ডলকে গুলি করে পালিয়ে যায়। কিন্তু গোটা বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অজয় মন্ডলের বাড়ি টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মজিদখানা এলাকায়। বর্তমানে আহত পাম্প কর্মী শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে রয়েছে।
Annanya Dey