জানা গিয়েছে,গত ৭ মে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে ১০৪ বস্তা চাল চুরি হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ওই ব্যবসায়ী পুলিশের দারস্থ হন। তদন্ত নেমে বানারহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি খতিয়ে দেখে সিসিটিভির ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখার ভিত্তিতে একটি মালবাহী ছোট গাড়িকে সনাক্ত করে পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের
এর পরের ধাপে সেই গাড়ির জিপিএস ট্র্যাক করে পুলিশ চুরি যাওয়া চালের বস্তার সন্ধান পায়। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে পড়ে একসময় তারা যাবতীয় ঘটনা স্বীকার করে নেয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অমিত দত্ত এবং সুমন লাল মিন্স। তাদের একজনের বাড়ি মালবাজার ও অপরজনের বাড়ি ডিমডিমা চা বাগানে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।
সুরজিৎ দে