TRENDING:

Camera: এখন তো এক ক্লিকেই ডিজিটাল ছবি! কেমন ছিল প্রাচীন যুগের ক্যামেরা? দেখুন

Last Updated:

Camera: কেমন ছিল পুরনো দিনের ক্যামেরা। কীভাবে সেই ক্যামেরায় ছবি তোলা হত? বর্তমান প্রজন্মের কাছে এসব অজানা, বর্তমানের অনেকেই জানেন না, কেমন দেখতে ছিল নব্বইয়ের দশকের ক্যামেরা। সেই ক্যামেরায় কীভাবে ছবি তোলা হত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: কেমন ছিল পুরনো দিনের ক্যামেরা। কীভাবে সেই ক্যামেরায় ছবি তোলা হত? বর্তমান প্রজন্মের কাছে এসব অজানা, বর্তমানের অনেকেই জানেন না, কেমন দেখতে ছিল নব্বইয়ের দশকের ক্যামেরা। সেই ক্যামেরায় কীভাবে ছবি তোলা হত। ভারতের স্বাধীনতার আগে ও পরের সময়ের বেশ কিছু ক্যামেরা প্রদর্শীত করছেন মালদহের এক স্কুল শিক্ষক। আর পুরনো দিনের এই ক্যামেরা দেখতে ভিড় আট থেকে আশি সকলের।মালদহে চলছে পুরনো ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী। মালদহ নিউমিসম্যাটিক এন্ড কলেক্টরস ফোরামের উদ্যোগে তিন দিন ধরে এই প্রদর্শনী চলবে জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসনে। সেখানে প্রাচীন যুগের মুদ্রা, পুঁথি থেকে শুরু করে বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী চলছে। সব থেকে বেশি আকর্ষণীয় প্রাচীন যুগের ক্যামেরা।
advertisement

আরও পড়ুনঃ গর্ভবতী মা থেকে সদ্যজাত শিশুর ডায়েট কী হবে! জানুন বিশেষজ্ঞের থেকে

সন্দীপ কাঞ্জিলাল বলেন, ’বিভিন্ন জায়গা থেকে এই ক্যামেরাগুলি সংগ্রহ করেছি। মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা আগের দিনের ক্যামেরা কেমন ছিল কীভাবে কাজ করত। সেই সময়ের বিভিন্ন নামিদামি কোম্পানির এই ক্যামেরা গুলি। বর্তমানে এই ক্যামেরা আর দেখার কোন সুযোগ নেই। তবে, মালদহের পেশায় স্কুল শিক্ষক সন্দীপ কাঞ্জিলালের প্রচেষ্টায় এইগুলো দেখার সুযোগ হচ্ছে। পেশায় ইতিহাসের শিক্ষক হলেও তাঁর নেশা পুরনো দিনের দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা। মালদহ-সহ ভারত ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে তিনি প্রাচীন ক্যামেরা সংগ্রহ করেছেন।‌ অধিকাংশ ক্যামেরা তিনি টাকার বিনিময় কিনে নিয়েছেন। সেগুলিকে নিজের হেফাজতে সযত্নে রেখে দিয়েছেন।

advertisement

View More

বিভিন্ন প্রদর্শনী হলে তিনি এই সমস্ত ক্যামেরা গুলি নিয়ে যান সেখানে। তাঁর উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে জানানো আগের দিনের ক্যামেরা ঠিক কেমন ছিল দেখতে কীভাবে সেগুলি কাজ করতো। কারণ বর্তমান আধুনিক যুগের ক্যামেরার সঙ্গে প্রাচীন যুগের ক্যামেরার অনেক ফারাক রয়েছে। আর বর্তমান প্রজন্ম সেই প্রাচীন ক্যামেরা সাধারণত কোথাও দেখতে পাবে না। তাই তাঁর এমন প্রচেষ্টা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Camera: এখন তো এক ক্লিকেই ডিজিটাল ছবি! কেমন ছিল প্রাচীন যুগের ক্যামেরা? দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল