নিজেদের বাড়ির দোকানে বিক্রি হয় জিনিসগুলি। তবে মেলার জন্য মুখিয়ে থাকেন বিক্রেতারা। আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে শুরু হয়েছে বর্ষ প্রাচীন রথের মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ এই মাটির পুতুল ও অন্যান্য সামগ্রী।
প্রায় কয়েক দশক ধরে এলাকার শিল্পীরা মাটির তৈরি মানুষ, ঘোড়া, হাতির মতো পুতুল, টাকা রাখার ঘট, মূর্তি নিয়ে হাজির হন এই রথযাত্রার মেলায়। আর তা কিনতেই ভিড় জমান ছোট থেকে বড় সকল বয়সেরই মানুষেরা। মাটির জিনিস প্রস্তুতকারকরা জানান, মাসখানেক আগের থেকেই শুরু হয়ে যায় এই মাটির পুতুল-সহ অন্য সামগ্রী তৈরির প্রস্তুতি।
advertisement
এই শিল্পীদের কথায়, সময় নিশ্চয়ই পাল্টেছে, তবে মাটির জিনিসের চাহিদা এখনও একই রয়েছে। ছোটরা খেলার জন্য, আর বড়রা নিজেদের শৈশবকালের স্মৃতিচারণায় কিনে নিয়ে যান এই মাটির তৈরি সামগ্রী।এসেছে মাটির তৈরি জল পানের পাত্র, হাতি ও ঘোড়ার মূর্তি।
তাপস পাল নামে এক বিক্রেতা জানান, ” মাটির তৈরি জিনিস প্রস্তুত করতে সময় অনেকটাই লাগে। তার ওপর যদি বৃষ্টি পড়ে তাহলে তো কোন কথাই নেই। মেলাগুলিতে গিয়ে ব্যবসায় লাভের মুখ দেখা যায় বলেই নিত্যনতুন মেশিন আমরা কিনতে পেরেছি। যা দিয়ে সহজেই প্রস্তুত করা যায় মাটির তৈরি জিনিস।”
Annanya Dey