TRENDING:

South Dinajpur News: আর চিন্তা নয়, এবার এক ক্লিকেই মিলবে বাঁশ, কাঠের ঘর সাজানো নানা মুকোশ! দেখে নিন কীভাবে

Last Updated:

দক্ষিণ দিনাজপুর জেলার একটি প্রাচীন সংস্কৃতি হল মুখোশ শিল্প

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার একটি প্রাচীন সংস্কৃতি হল মুখোশ শিল্প। কুশুমন্ডি ব্লকের মহিষবাথান ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে তাঁর ‘মুখোশ শিল্পের’ জন্য। বহু প্রাচীন এই মুখোশ শিল্পে দেব দেবী সহ ঘর সাজাবার অন্যান্য সামগ্রী বানিয়ে আয়ের দিশা দেখাচ্ছেন মহিষবাথান গ্রামের বাসিন্দা উৎপল বৈষ। তাঁর তৈরি কাঠের রংবেরঙের মুখোশ বাংলার গন্ডি ছাড়িয়ে সারা ভারতে প্রসারতা লাভ করেছে। জানা গেছে, বহু প্রাচীন এই শিল্প কয়েক শতাব্দী ধরে প্রবাহমান। অতীতে স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত গম্ভীরা নাচ বা মুখা খেলা এর প্রয়োজনে প্রচলিত হলেও বর্তমানে ঘর সাজানোর উপকরণ হিসেবে অত্যন্ত জনপ্রিয় এই মুখোশ। কাঠের সঙ্গে ইদানিং বাঁশের মুখোশও তৈরি হচ্ছে। এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও বিক্রি হয় এই মুখোশ। মহিষবাথান হস্ত সমবায় সমিতিতে নতুন প্রজন্মকে মুখোশ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement

মুখোশ শিল্পী উৎপল বৈষর কথায়, “জেলা ছাড়িয়ে রাজ্য স্তরের পুরস্কারও পেয়েছেন তাঁরা। শুধু দেশে নয় বিদেশেও পাড়ি দিয়েছে তাদের তৈরি মুখোশ। সারাদিনে দু থেকে তিনটি মুখোশ অনায়াসেই তৈরি করতে পারেন তাঁরা। বর্তমানে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির এই শিল্পের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ একসময় বিক্রির বাজারের অভাবে শিল্পীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। মাত্র কয়েকজন শিল্পী ধরে রেখেছিলেন এই শিল্পকে৷ এখন ফের এই শিল্পে উৎসাহ দেখা দিয়েছে নতুন প্রজন্মের মধ্যে৷ শিল্পীর সংখ্যা অন্তত প্রায় পাঁচ শতাধিক বৃদ্ধি পেয়েছে।”

advertisement

আরও পড়ুন: স্কুলে নেই পড়ুয়া-শিক্ষক! নিজের ভেবে গোপনে গোপনে অনেকেই করে যায় অনেককিছু

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

বিগত কয়েক বছরে এই মুঘল শিল্পের উপর ভিত্তি করে জীবনজীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, আমেরিকার উৎসাহী মানুষদের ঘরের দেওয়ালে শোভা পাচ্ছে জেলার ঐতিহ্যবাহী নজরকাড়া মুখোশ। এমনকি ‘বাংলার হস্তশিল্প’ পোর্টাল থেকেও নিজেদের পছন্দসই কুশমণ্ডির কাঠের মুখোশ ও ঘর সাজাবার বহু সামগ্রী সহজেই কিনে নিতে পারেন ক্রেতারা। মন ভোলানো রঙের বৈভব, নজরকাড়া কারুকার্য আর ঐতিহ্যবাহী বিমূর্ত শৈলি এই তিন মিলেই কুশমণ্ডির মুখোশ নজরকাড়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: আর চিন্তা নয়, এবার এক ক্লিকেই মিলবে বাঁশ, কাঠের ঘর সাজানো নানা মুকোশ! দেখে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল