TRENDING:

Train Accident: মর্নিং ওয়ার্ক থেকে ফেরা হল না বাড়ি, ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

Last Updated:

Train Accident: মর্মান্তিক ঘটনাটি জলপাইগুড়ির মাল ব্লকের। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ব্যবসায়ী মিঠু নন্দীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: অভ্যেসমত এদিন সকালেও শরীর চর্চা করতে বেরিয়েছিলেন মিঠু নন্দী। পেশায় এই ব্যবসায়ী প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে বের হতেন কিন্তু বুধবার সকালে শরীর চর্চা করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হল না। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাঁর।
advertisement

মর্মান্তিক ঘটনাটি জলপাইগুড়ির মাল ব্লকের। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ব্যবসায়ী মিঠু নন্দীর। মাল ব্লকের ওদলাবাড়ি রেল সেতুর কাছে ট্রেনের ধাক্কায় লাইনের উপর ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরীর সুস্থ রাখতে রোজ সকালে প্রাতঃভ্রমণে বেরোতেন মিঠুবাবু। এদিনও তার অন্যথা হয়নি। এদিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে ওদলাবাড়ি রেল সেতু সংলগ্ন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।

advertisement

আরও পড়ুন: সন্ন্যাসী হওয়ার ইচ্ছেয় গেরুয়া বসনে বাড়ি ছাড়ল একাদশ শ্রেণির ছাত্র!

বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। রীতিমত মানুষের ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খানিকক্ষণের জন্য সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দিতে হয়। পুলিশকে খবর দেওয়া হলে হাজির হয় মালবাজার পুলিশ, রেল পুলিশ এবং মৃতের বাড়ির লোকজন। মালবাজার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Train Accident: মর্নিং ওয়ার্ক থেকে ফেরা হল না বাড়ি, ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল