TRENDING:

শুরুর দিনেই এত চাহিদা? আর ট্রেনের টিকিটের অপেক্ষা নয়, সরাসরি AC বাসে সবাই চলে যাচ্ছেন দিঘা!

Last Updated:

সূচনা হয়ে গেল সরকারি ভলভো বাসের। আগামী ১৫ই জুন পর্যন্ত মিলছে বিশেষ ছাড়। প্রথম দিনেই ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেল পর্যটকদের মধ্যে। সূচনার দিনেই ৪৫ আসনের মধ্যে ভর্তি হল‌ ৪০ টি আসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দিঘা যাত্রার জন্য থাকতে হবে না আর ট্রেনের কনফার্ম টিকিটের অপেক্ষায়। সরকারি বাতানুকূল বাসে করে এবারে মালদহ থেকে দিঘায় যাবেন সহজে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত উত্তরবঙ্গের পাঁচটি জেলার পাশাপাশি এবারে মালদহ থেকে শুরু হল আধুনিক মনোরম পরিবেশগত বাতানুকূল সরকারি ভলভো বাস পরিষেবা। সূচনার প্রথম দিনেই ব্যাপক চাহিদা দেখা দেয় পর্যটকদের। ৪৫ আসন বিশিষ্ট এই বাসের প্রায় ৪০টি আসন ভর্তি হয় সূচনার দিনেই।
দিঘার জগন্নাথ ধাম দর্শনের জন্য মালদহ থেকে শুরু সরকারি ভলভো বাস
দিঘার জগন্নাথ ধাম দর্শনের জন্য মালদহ থেকে শুরু সরকারি ভলভো বাস
advertisement

সম্প্রতি গত ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির দর্শনের জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আসার জন্য সুব্যবস্থা করার লক্ষ্যে উত্তরবঙ্গের ছয়টি জেলায় সরকারি ভলভো বাস পরিষেবা চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। সেই মত উত্তরবঙ্গে পাঁচটি জেলার পাশাপাশি মালদহ জেলা থেকেও চালু হয় সরকারি ভলভো বাস পরিষেবা। শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি ভলভো বাসের যাত্রার সূচনা করা হয় মালদহে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জেলা পরিষদ সভাধিপতির উপস্থিতিতে এই সরকারি বাতানুকূল বাসের সূচনা করা হয়।

advertisement

আরও পড়ুন—রাতের নীরবতা ভেঙে যাত্রীদের আর্তচিৎকার! ব্রিজ ধসে ট্রেন লাইনচ্যুত! নিহত ৭, আহত ৩০

\উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, ‘বসতে দেবেন, কি দেবেন না?’ এর পর যা হল ট্রেনের কামরায়…!

আগামী ১৫ দিন পর্যন্ত বিশেষ ছাড়ে মাত্র ৯৪০ টাকায় মালদহ থেকে দিঘা এবং মাত্র ৬৩০ টাকায় কলকাতায় যেতে পারবেন পর্যটকরা। যাত্রার প্রথম দিনেই ব্যাপক চাহিদা দেখা দেয় মালদহের পর্যটকদের মধ্যে। বাসের ৪৫টি আসনের মধ্যে প্রায় ৪০টি আসন বুকিং হয় এদিন।

advertisement

সপ্তাহে ২ দিন এই বাসে করে যাওয়া যাবে সরাসরি দিঘায়। প্রতি মঙ্গলবার ও শনিবার রাত ৯ টায় মালদহ থেকে দিঘার উদ্দেশ্যে ছাড়বে এই বাস। অন্যদিকে প্রতি বুধবার ও রবিবার দুপুর ৩ টায় দিঘা থেকে বাস রওনা হবে মালদহের উদ্দেশ্যে। যদিও আগামী ১৫ই জুনের পর থেকে এই বাসে দিঘা যেতে খরচ পড়বে ১২২০ টাকা এবং কলকাতায় যেতে খরচ পড়বে ৭৯০ টাকা। ৪৫ আসন বিশিষ্ট বাতানুকূল এই সরকারি বাসে যাত্রীদের জন্য রয়েছে একাধিক পরিষেবা। পুশব্যাক সিট, জিপিএস সিস্টেম, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক সহ একাধিক ব্যবস্থা রয়েছে এই বাসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জিএম মোমিন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শুরুর দিনেই এত চাহিদা? আর ট্রেনের টিকিটের অপেক্ষা নয়, সরাসরি AC বাসে সবাই চলে যাচ্ছেন দিঘা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল