TRENDING:

South Dinajpur News: ভয়ানক দুর্যোগের পর এবার নতুন ফাঁড়া! উত্তরবঙ্গ যেতে পড়তে হচ্ছে চরম বিপাকে

Last Updated:

South Dinajpur News: বিভিন্ন কারণ দেখিয়ে হাজার, হাজার টাকা জরিমানা করা হচ্ছে দুই দিনাজপুরের বাস মালিকদের। বাস চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। আর এতেই নাভিশ্বাস উঠেছে বাস মালিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : বিহারের উপর দিয়ে যাতায়াত করার সময় খেয়ালখুশি মতোন নেওয়া হচ্ছে জরিমানা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বাস মালিকদের ওপর পার্শ্ববর্তী বিহার রাজ্যের কিশানগঞ্জ পুরসভা এবং ডালখোলার টোল ট্যাক্সের অনিয়ম করে জোরজলুমভাবে টাকা নেওয়া হচ্ছে দীর্ঘদিন যাবৎ। এমনই অভিযোগে এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ দুই জেলার বাস মালিকরা। এদিন বালুরঘাটের বাসস্ট্যান্ডে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে দুই জেলার বাস ওনার্সদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই সমস্যার কথা তুলে ধরেন বাস মালিকরা। সুকান্ত মজুমদার বাস মালিক রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে।
advertisement

প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি, কোচবিহার গামী কিংবা শিলিগুড়ি থেকে দক্ষিণের দিকে আসার সমস্ত বেসরকারি বাস গুলিকে বিহার রাজ্যের ডালখোলা ও কিষানগঞ্জ পুরসভার মধ্যদিয়ে ২৭ নং জাতীয় সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয়। এই রুটের প্রায় ২০০-এর বেশি বাস রয়েছে। এই রুটে বাসগুলিকে জাতীয় সড়কের উপরে কিষাণগঞ্জ ধরে প্রায় ৬ কিলোমিটার যেতে হয়। অন্যদিকে, বেঙ্গল টু বেঙ্গল রুট দিয়ে যাওয়াও সমস্যা রয়েছে।

advertisement

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এ বিষয়ে বাস মালিকদের অভিযোগ, শিলিগুড়ি যেতে হলে বিহার রাজ্যের কিশানগঞ্জ পুরসভার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ছয় কিলোমিটার রাস্তা ব্যবহার করতে হয়। নিয়ম অনুয়ায়ী, এই যাতায়াতের জন্য পারমিট দেওয়ার কোনও ব্যবস্থা নেই। অথচ পারমিশনের কাগজ না থাকার কারণে দশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত ফাইন করছে বিহার প্রশাসন।

advertisement

View More

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বিভিন্ন কারণ দেখিয়ে হাজার, হাজার টাকা জরিমানা করা হচ্ছে দুই দিনাজপুরের বাস মালিকদের। বাস চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। আর এতেই নাভিশ্বাস উঠেছে বাস মালিকদের। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধান না হওয়ায় বিপাকে পড়েছেন দুই জেলার বাস মালিকরা।

advertisement

তাঁদের দাবি, এমনিতেই ভাড়া বৃদ্ধি না করার জন্য বহু বাস বন্ধ হয়ে গেছে। তার উপর টোল ট্যাক্স ও বিহার সরকারের জরিমানা। এর একটা স্থায়ী সমাধান দরকার। অবিলম্বে বিহার সরকারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হোক। তা না হলে আগামীতে বাস ধর্মঘটে যেতে বাধ্য হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ভয়ানক দুর্যোগের পর এবার নতুন ফাঁড়া! উত্তরবঙ্গ যেতে পড়তে হচ্ছে চরম বিপাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল