স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় অনেক আগে থেকে ষাঁড়টি ঘোরাফেরা করলেও কখনও কাউকে আক্রমণ করেনি। কিন্তু সম্প্রতি একটা পাগলা কুকুর ষাঁড়টিকে কামড়ে দেয়। তারপরই ষাঁড়টির তাণ্ডব শুরু হয়েছে এলাকায়। পাগল ষাঁড়টি দৌড়ে গিয়ে সাধারণ মানুষকে আহত করে এদিন। এছাড়া বাজারে ঢুকে গৃহস্থের বহু শাকসবজিও নষ্ট করে সে। এদিন ষাঁড় এর ভয়ে নিজ নিজ বাড়িতেই লুকিয়ে থাকে সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: মাথা ন্যাড়া করে প্রতিবাদ…‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা’! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বিজেপি
অবশেষে ষাঁড়টিকে আটকে রাখতে কালিয়াগঞ্জে নাট মন্দির এলাকায় মন্দিরের আশেপাশের সমস্ত গেট বন্ধ করে আটকে রাখা হয়। তারপর ষাঁড়টির খাবারে এদিন ঘুমের ওষুধ মিশিয়ে বাগে আনতে সক্ষম হন বনদফতর-সহ পুলিশকর্মীরা।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার পৌরপতি রাম নিবাস, উপপৌরপতি ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ থানায় আইসি সুবল ঘোষ-সহ অন্যান্যরা।
পশুপ্রেমী সংগঠনের কর্মী প্রিন্স জাহানুর জানান দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টার পর সেই পাগল ষাঁড়টিকে বাগে সক্ষম হয় তারা। তবে অবশেষে ষাঁড়টিকে ওষুধ দিয়ে লোকালয় থেকে দূরে ফাঁকা নির্জন এলাকায় ছেড়ে আসা হয়।
পিয়া গুপ্তা