আরও পড়ুন: ঘন কুয়াশার সঙ্গে ঘ্যানঘ্যানে বৃষ্টি! ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, ভিজবে কলকাতা-সহ দক্ষিণ?
ইতিমধ্যে ইংরেজবাজার শহরের রেস্তোরাঁ থেকে শুরু করে রেস্টুরেন্ট গুলিতে এই অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন বিষয়বস্তু গুলি তুলে ধরা হচ্ছে। প্রতিটি অনুষ্ঠান তিনি দুই ঘন্টা করে করছেন। উপস্থিত থাকছেন একেবারেই সাধারণ শ্রেণীর মানুষ থেকে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, সাধারণ মানুষের মধ্যে বাজেট নিয়ে একটি পর্যালোচনা অনুষ্ঠান করছি। বাজেটের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। উদ্দেশ্য সাধারণ মানুষকে বাজেট সম্বন্ধে সচেতন করা।
advertisement
আরও পড়ুন: নিমেষে সব শেষ দশম শ্রেণির ছাত্রীর! ট্র্যাক্টর চালকের সঙ্গে প্রেম জানাজানি হতেই যা হল…
সাধারণ বাজেট কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন বিষয়বস্তু গুলি তুলে ধরেন বিধায়ক। সাধারণ মানুষ যেন বাজেট সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে পারেন সেই বিষয়ে তিনি সচেতন করেন। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। কি কারনে বাজেট করা হয় নতুন কি কি প্রকল্প বাজেটের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কতটা প্রয়োজনীয়তা রয়েছে এই বাজেটের। এই সমস্ত বিষয়গুলি ও তুলে ধরেন তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। দুই দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। আগামীতে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে আরও এই ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছেন বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।
হরষিত সিংহ