TRENDING:

BSF Arrested Bangladeshi: বাংলাদেশ সীমান্তে জ*ঙ্গি সন্দেহে গ্রেফতার! চার বছর ধরে ভারতে বসে কী করছিল সেলিম? জেরায় চাঞ্চল্যকর দাবি

Last Updated:

BSF Arrested Bangladeshi: ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরির অর্জুন সীমা চৌকি এলাকায় বিএসএফের হাতে গ্রেফতার এক বাংলাদেশি। চার বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে এদেশে বসবাসের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেখলিগঞ্জ: ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। এক বাংলাদেশি নাগরিককে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরির অর্জুন সীমা চৌকি এলাকা থেকে বিএসএফের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে। এরপর ধৃত ব্যক্তিকে টানা জিজ্ঞাসাবাদের পর তুলে দেওয়া হয় কুচলিবাড়ি থানার পুলিশের হাতে।
ধৃত ব্যক্তি
ধৃত ব্যক্তি
advertisement

জিজ্ঞাসাবাদে মোহাম্মদ সেলিম আনসারি জানান, “এদেশে এসে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। যদিও কিছু নথি এখনও তৈরি হয়নি। চার বছর আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে আসেন। এরপর তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় বসবাস শুরু করেন মাকে নিয়ে। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের পাসবই-য়ের মতো একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছেন।

আরও পড়ুনঃ ৮০ বছরেও লিভার থাকবে ‘সুপারফিট’, রোজ সকালে খান ‘এই’ লাল ফল, শুষে নেবে যকৃতের বিষাক্ত পদার্থ! শরীর থাকবে চনমনে, ঝলমলে ত্বক-চুল

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে এসে প্রথমে একটি দর্জির দোকানে জামাকাপড় সেলাইয়ের কাজ করতেন তিনি। এরপর স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হন। এছাড়াও একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেন। বড় ভাইয়ের সঙ্গে দেখা করতেই বাংলাদেশে ফিরেছিলেন। দালালদেরকে মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন, সেই সময়ই বিএসএফ আটক করে।”

advertisement

আরও পড়ুনঃ সঙ্গীকে নিয়ে সুইমিংপুলে জলকেলি, কাপল ফ্রেন্ডলি রিসর্টে কাটুক অন্তরঙ্গ মুহূর্ত, কলকাতার কাছেই ছোট্ট ছুটির ঠিকানা

বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, “ধৃত বাংলাদেশি ব্যক্তিকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁকে সীমান্ত পারাপারে সাহায্যকারী দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, “ধৃতের নাম মোহাম্মদ সেলিম আনসারির বয়স ৩৩ বছর। তাঁর বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায়। ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।”

advertisement

প্রসঙ্গত, সম্প্রতি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় বাংলাদেশি মদতের অভিযোগ উঠেছিল। এই অবস্থায় ওই জেলার এক মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক বাংলাদেশি নাগরিক। এই ঘটনা প্রকাশ্যে আসায় নতুন করে উদ্বেগ শুরু হয়েছে রাজ্য জুড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BSF Arrested Bangladeshi: বাংলাদেশ সীমান্তে জ*ঙ্গি সন্দেহে গ্রেফতার! চার বছর ধরে ভারতে বসে কী করছিল সেলিম? জেরায় চাঞ্চল্যকর দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল