পুলিশের নজর ঘোরাতে সাইকেলে মাদক পাচারের চেষ্টা। নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের এশিয়ান হাইওয়ে সড়কে সাইকেল আটক করে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার দোলচন সিংহ। ধৃত নকশালবাড়ির হাতিঘিসার বাসিন্দা। সাইকেলে করে বাগডোগরায় মাদক ডেলিভারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। উদ্ধার হয়েছে মাদক, সাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুনঃ তিলপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড! মাছ ধরাকে ঘিরে হাতাহাতি যুবকদের, তারপর যা ঘটল, জানলে অবাক হবেন
advertisement
ধৃতকে রাতে গ্রেফতারের পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাতেন ধৃত। এবার সাইকেলে বাগডোগরায় মাদক ডেলিভারি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়লেন তিনি।
উদ্ধার হয়েছে ১০৩ গ্রাম ব্রাউন সুগার! এর বাজারমূল্য ২ লক্ষ টাকা। ঘটনায় সাইকেল বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ। এর আগে ধৃতের নাতি মাদক সহ গ্রেফতার হতেই ধৃতের নাম উঠে আসে।