তিলপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড! মাছ ধরাকে ঘিরে হাতাহাতি যুবকদের, তারপর যা ঘটল, জানলে অবাক হবেন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
বৃদ্ধ তিলপাড়া ব্যারেজের অচল অবস্থা এবং তার মেরামতির সময় সাধারণ মানুষদের মধ্যে তিলপাড়া ব্যারেজ সংলগ্ন এলাকায় মাছ ধরার হিড়িক দেখা যাচ্ছে।
সিউড়ি, বীরভূম, সুপ্রতিম দাস: ‘বৃদ্ধ’ তিলপাড়া ব্যারেজের অচল অবস্থা এবং তার মেরামতির সময় সাধারণ মানুষদের মধ্যে তিলপাড়া ব্যারেজ সংলগ্ন এলাকায় মাছ ধরার হিড়িক দেখা যাচ্ছে। তবে মাছ ধরার এই হিড়িক যে হাতাহাতির রূপ নেবে তা হয়তো কেউ কোনওদিন ভেবে উঠতে পারেনি। ভেবে ওঠার বিষয় না হলেও এমনই ঘটনা ঘটল রবিবার।
জানা যাচ্ছে, ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া এলাকায় মাছ ধরতে এসেছিল দুই এলাকার যুবকরা। তারপর তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, সেই কথা কাটাকাটিই রূপ নেয় হাতাহাতির। এই ঘটনায় দু’জন আহত হন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, বীরভূমের তিলপাড়া সংলগ্ন খয়রাকুড়ি এলাকার কয়েকজন যুবক মাছ ধরতে এসেছিলেন ময়ূরাক্ষী নদীতে। এদিকে বাঁশজোড়ের কিছু যুবকও ময়ূরাক্ষী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এবং খয়রাকুড়ির ২০ জন মতো যুবক ঘটনাস্থলে পৌঁছে বাঁশজোড়ের যুবকদের মারধর করতে শুরু করে। যাদের মধ্যে বাঁশজোড়ের তাহের আলী নামে এক যুবকের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। আহত আরও এক যুবকের নাম রাকেশ। ঘটনার খবর পেয়ে সিউড়ি ও মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে করিম নামে বাঁশজোড়ের এক বাসিন্দা দাবি করছেন, “খয়রাকুড়ির যুবকরা এসে মারধর করেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা আবার পাল্টা আমাদের উপর লাঠিচার্জ করে। তাহেরের মাথায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে তাকে জলে ফেলে দেওয়া হয়।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 8:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিলপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড! মাছ ধরাকে ঘিরে হাতাহাতি যুবকদের, তারপর যা ঘটল, জানলে অবাক হবেন