এদিন তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন বড় ভাইয়ের জমির সীমানায় পাটকাঠি রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন কলিমউদ্দিনের উপর তার বড় ভাইয়ের পরিবারের লোকেরা বাঁশ দিয়ে পেটায় বলে অভিযোগ।
আরও পড়ুনFish Bone Stuck: দলা দলা ভাত গিলে হবে না, ইলিশের পাতলা কাঁটা গলায় আটকে? ঘরোয়া উপায় ‘রিলিফ’ পান
advertisement
বাঁশের আঘাতে গুরুতর জখম হন তিনি। মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। এরপর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় কলিমউদ্দিনের। পরে পুলিশ দেহটিকে উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে।
এই ঘটনায় মৃতের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতারকরা হয়েছে।
পিয়া গুপ্তা






