TRENDING:

বিধ্বস্ত সিকিমের পাশে বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম, করলেন বড় সাহায্য

Last Updated:

Sikkim flood: ম্যাচ থেকে যা সাহায্য উঠেছে সেটা বন্যা দুর্গতদের পাঠানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : সিকিমে বন্যা দুর্গতদের সাহায্যার্থে শিলিগুড়িতে এসে ফুটবলে মাতলেন ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই ও তারকা বক্সার এমসি মেরি কম।
ফুটবলে মাতলেন মেরি কম - ধনরাজ পিল্লাই
ফুটবলে মাতলেন মেরি কম - ধনরাজ পিল্লাই
advertisement

এদিন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়ার আমন্ত্রণে শিলিগুড়িতে এসেছিলেন মেরি ও ধনরাজ। গোটা ফুটসল এরিনায় তারা একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেন। বাইচুং জানিয়েছেন, ম্যাচ থেকে যা সাহায্য উঠেছে সেটা বন্যা দুর্গতদের পাঠানো হবে।

আরও পড়ুন- অনুপমের তৈরি ১৪ ইঞ্চির কাগজের দুর্গা প্রতিমা পূজিত হবে শিলিগুড়ির মণ্ডপে

ম্যাচ শেষে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি বলেছেন, ‘দশ বছর বাদে প্রায় ফুটবল খেললাম। খুব ভালো লাগছে। তাছাড়া আমি গত দেড় বছর ধরে চোট-আঘাতের সঙ্গে লড়াই করেছি। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পেরে স্বস্তি লাগছে।’

advertisement

View More

ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। হরমনপ্রীত সিংদের প্রশংসা করে ধনরাজ বলেছেন, ভারতীয় হকি গত কয়েক বছর ধরে উন্নতি করছে। হরমনপ্রীতরা এশিয়াডে সোনা জেতার সঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে। আশা করি প্যারিসেও আমাদের আমাদের ছেলেরা দেশের মুখ উজ্জ্বল করবে। মেয়েরা এশিয়াডে ব্রোঞ্জ জিতেছে। ওদের নিয়েও স্বপ্ন দেখা যায়।’

advertisement

আরও পড়ুন- নদীর পাড়ে তিস্তার টাটকা বোরোলির ঝাল! পর্যটকদের জন্য আরও পদ রয়েছে এই ‘হেঁশেলে’

এদিনের অনুষ্ঠানে পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ ভার্মা, প্রাক্তন ফুটবলার মনজিৎ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিধ্বস্ত সিকিমের পাশে বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম, করলেন বড় সাহায্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল