জামাইদের মঙ্গল কামনা করে জামাইষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বউমা ষষ্ঠী। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বউমাদের মঙ্গল কামনা করে বউমা ষষ্ঠী করা হয়। জামাইষষ্ঠীর একদিন আগে পালন করা হল এই বিশেষ বউমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের কিছু শাশুড়ি ও বৌমারা।
advertisement
আরও পড়ুন: বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী? ট্রেন্ডিং কোন পোশাক বাজার মাতাচ্ছে জানেন
মূলত সন্তানের বিশেষ করে পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠী পালন করা হয়। যদিও প্রাচীন বাংলায় ষষ্ঠীতে মেয়েকে জামাই সহযোগে বাপের বাড়িতে নিয়ে এসে আদর আপ্যায়নের প্রথা থেকেই অরণ্যষষ্ঠীর জামাইষষ্ঠীতে রূপান্তর। কিন্তু এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য হয়ে থেকে যায়। এই কারণেই প্রথা ভেঙে বউমা ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের একদল মহিলা। রায়গঞ্জের একটি রেস্তোরাঁয় জমায়েত হয়ে ষষ্ঠীর সমস্ত লোকাচার মেনে বরণ করা হল বাড়ির বৌদের।এদিন বউমাদের জন্য পাখার বাতাস দিয়ে মিষ্টি মুখ এমনকি কেক কাটা থেকে হরেকরকম পদের আয়োজন করা হয়েছিল। দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এই বউমা ষষ্ঠী।
পিয়া গুপ্তা