TRENDING:

Bolla Kali Puja : কালীপুজোয় হাজার হাজার প্রতিমার মানত, ভক্ত আসছেন বাংলাদেশ থেকেও! নাওয়া-খাওয়া ভুলেছেন শিল্পীরা

Last Updated:

Bolla Kali Puja : পুজোর সময় কয়েক হাজার কালী প্রতিমা মানত হিসেবে পুজো দিয়ে থাকেন ভক্তরা। তাই পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় প্রতিমা প্রস্তুতির কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : বোল্লা পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম শুরু হয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, রাজ্য সহ পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে পরিবার পরিজন নিয়ে মেলা চত্বরে ভিড় জমাচ্ছেন অনেকে। পুজো দেওয়ার পাশাপাশি মানত দিতেই সকাল থেকে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।
advertisement

সেই উপলক্ষে নাওয়া খাওয়া ভুলে শিল্পীদের এখন একটাই কাজ, মানত কালী প্রতিমা বানানো। এ বিষয়ে মৃৎশিল্পীরা জানান, পুজোর সময় কয়েক হাজার কালী প্রতিমা মানত হিসেবে পুজো দিয়ে থাকেন ভক্তরা। তাই পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় প্রতিমা প্রস্তুতির কাজ। নাওয়া খাওয়া ভুলে অনেক মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজ করছেন। এক একটি কালী প্রতিমা বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকায়।

advertisement

আরও পড়ুন : পথে হল দেরি, শোভাযাত্রা দেখতে পেলেন না বহু মানুষ! আলো নিভিয়ে প্রতিবাদ দাঁইহাটের রাস উৎসবে

তাই প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের সঙ্গে সঙ্গে পরিবারের নতুন প্রজন্ম‌রাও হাত লাগিয়েছে। উল্লেখ্য, এলাকার সারা বছর মৃৎশিল্পীদের তেমন কদর না থাকলেও, পুজোর আগে কদর বেড়ে যায়। পুজোর দুই মাস আগ থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। প্রতিবছর বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষে এখানে প্রতিমা তৈরির ধুম পড়ে। তাই এবারও তার ব্যতিক্রম হয় নি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

সকাল থেকে রাত অবধি চলছে প্রতিমা তৈরির কাজ। সেই সঙ্গে থেমে নেই মহিলা শিল্পীরাও। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যায় বোল্লা রক্ষাকালী মায়ের কাছে মানত কালী দেওয়া। পুজোর দিনে সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার এমনকি নেপালের মানুষরাও।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bolla Kali Puja : কালীপুজোয় হাজার হাজার প্রতিমার মানত, ভক্ত আসছেন বাংলাদেশ থেকেও! নাওয়া-খাওয়া ভুলেছেন শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল