এই এলাকারই একটি সুপারি বাগান থেকে কাস্টমস অফিসারের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই আধিকারিকের নাম নারায়ণ বর্মন বয়স। বাড়ি শিলিগুড়ির সুকান্তপল্লিতে। তিনি শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।
advertisement
বীরপাড়ায় পোস্টিং ছিল তাঁর। অন ডিউটি থাকাকালীন গত শুক্রবার থেকে নারায়ণের মোবাইল ফোনটি বন্ধ ছিল । তার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাচ্ছিল না । তাঁর সহকর্মী ও বন্ধুদের ফোন করেও কোনও খবর পাওয়া যায়নি ।
অনেকটা সময় পেরিয়ে গেলেও কোনওরকম খোঁজ না পেয়ে বাধ্য হয়ে শনিবার বীরপাড়া থানায় ওই কাস্টমস আধিকারিকের পরিবার একটি মিসিং ডায়েরি করেন । এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু হতেই সোমবার বিকেলে বীরপাড়ার আপার লাইন এলাকার একটি ঝোপ থেকে নিখোঁজ আধিকারিকের মৃতদেহ উদ্ধার হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।’
Annanya Dey






