জানা গিয়েছে আহত তৃণমূল নেতার নাম রাজু দে৷ তিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ৷ অভিযোগ, বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে করে ফেরার সময় কোচবিহারের ঝিনাইডাঙা এলাকায় ওই তৃণমূল নেতার পথ আটকায় একটি কালো রংয়ের গাড়ি৷ এর পরই ওই গাড়ি থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ গুলি লাগে তৃণমূল নেতার হাতে৷ গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
advertisement
এই ঘটনার পরই প্রতিবাদে নামেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ একাধিক জায়গায় পথ অবরোধও করে শাসক দল৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ তোলে তৃণমূল৷ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকেই ওই তৃণমূল নেতাকে গুলি করা হয়৷
প্রথমে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও গাড়ির চালক উত্তম গুপ্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুণ্ডিবাড়ি থানার পুলিশ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয়৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও৷ আরও দু জনের খোঁজ করছে পুলিশ৷ গুলি চালানোয় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ৷ যদিও বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি, তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে৷