কালচিনি ব্লকের একদিকে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল এবং অন্যদিকে রয়েছে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের জঙ্গল। এই দুই জঙ্গলের মাঝে বন্যপ্রাণীদের যাতায়াত করার জন্য একটি করিডর রয়েছে। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে দুটি বাইসন করিডর ধরে জলদাপাড়ার দিকে রওনা হয়েছিল। তবে মাঝে কয়েক ঘন্টার জন্য সেগুলি লোকালয়ে হানা দেয়।
আরও পড়ুন: মিটতে চলেছে আসল সমস্যা! এবার ফালাকাটা হবে গ্রিন আর গ্রিন! দুর্দান্ত পদক্ষেপ পুরসভার
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, বাইসন দুটি সাব এডাল্ট। জানা যায়, এদিন দুই জঙ্গলের মাঝে করিডর পার করে বাইসন দুটি হানা দেয় চা বাগানে। সে সময় বাগানের ১৪ নম্বর সেকশনে কাজ চলছিল। বাইসন দুটিকে এগিয়ে আসতে দেখে রীতিমত আতঙ্কিত হয়ে যান চা শ্রমিকরা। চিৎকার চেঁচামেচি শুরু হলে ৪৮ নম্বর রেসিয়ান হাইওয়েতে চলে আসে বাইসন দুটি। ফের চা বাগানে হানা দেয়। চা বাগান শ্রমিকদের তরফে জানা যায় প্রায় তিন ঘন্টা বাইসন দুটি এশিয়ান হাইওয়ে এবং লোকালয়ে ছিল। পরে বাইসন দুটি জলদাপাড়ার জঙ্গলে চলে যায়।
Annanya Dey






