এই আতঙ্কের মাঝে মাথাভাঙ্গাতেই আজ সকালে নিশিগঞ্জ এলাকার ধান জমিতে দুটি বাইসনকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা৷ খবর পেয়ে এলাকায় যাচ্ছেন বনদফতরের উদ্ধারকারী দল৷ মনে করা হচ্ছে পাতলাখাওয়া বা চিলাপাতা বনাঞ্চল থেকে এলাকায় চলে আসতে পারে বাইসন দুটি৷ বন দফতর বাইসন দুটিকে জঙ্গলে ফেরত পাঠাতে চেষ্টা চালাচ্ছে। দেখা গেছে ধান জমিতে ঘুরে বেড়াচ্ছে বাইসন দুটি। স্থানীয়রা চিৎকার শুরু করলে বাইসন দুটি প্রেমেরডাঙ্গা ঝাউগুড়ির দিকে চলে যায়।
advertisement
আরও পড়ুন: বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ পাঁচ BJP বিধায়ক, SSKM-এ ভর্তি তৃণমূল বিধায়ক
পরে বন দপ্তরের উদ্ধারকারী দল বাইসন দুটিকে উদ্ধার করেছে। ঘুম পাড়ানি গুলি করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাইসন দুটিকে। মাথাভাঙ্গা বন দপ্তরের আধিকারিক সজল পাল বলেন গত কয়েকদিন থেকে মাথাভাঙ্গা আর বাসিন্দারা এমনিতেই আতঙ্কিত। এরই মাঝে মাথাভাঙ্গার নিশিগঞ্জ এলাকাতে দুটি বাই সন একসাথে বাইরে বের হতে দেখা যায়। বাইসান লোকালয় হালা দেওয়ায় আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা।উৎসুক বাসিন্দাদের মোবাইলে ছবি তোলার হুড়োহুড়িতে বাইসন উদ্ধারে বেগ পেতে হয় বল দপ্তরের কর্মীদের।
আরও পড়ুন: বেনজির বিধানসভা, হাতাহাতিতে তৃণমূল-বিজেপি বিধায়করা! নাক ফাটল অসিত মজুমদারের
দীর্ঘক্ষণের চেষ্টায় একটি বাইসনকে বাগে আনা সম্ভব হয়। তবে আরেকটি বাইসন এখনো পর্যন্ত বন দফতরের আগালে আসেনি। সেই বাইসনটিকে নাগালে আনতে চেষ্টা চালানো হচ্ছে৷ স্থানীয় বাসিন্দারা বলেন মাথাভাঙ্গার বাসিন্দারা এমনিতেই চিতাবাঘ আতঙ্কে আছেন। একটি বাইসন ধরা পরেছে। এখনো আরেকটি বাইসন ধরা না পর্যন্ত আতঙ্ক বাড়ছে এলাকার বাসিন্দারা। বাইসন দেখতে ভিড় করেন এলাকার বাসিন্দারা।
---প্রবীর কুণ্ডু