স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন মূলত খাবারের সন্ধানে একটি বাইসন মাথাভাঙা শহরে চলে আসে। শহরের পুর এলাকার ১২ নং ওয়ার্ডে চলে আসে বাইসনটি। সেখানে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে বাইসনটি। এরপর ১২ নং ওয়ার্ড সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকায় বাইসনের হামলায় জখম হন দু’জন। আহত ওই দুজনের নাম পরিমল দাস এবং কিরন দাস। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: গরম পড়লেই সব কাজ ছেড়ে শুরু হয় মাটির ভাঁড় তৈরির কাজ! কেন জানেন?
বন দফতরের সূত্রে জানা গিয়েছে, বাইসনটি মানসাই নদী পেরিয়ে প্রবেশ করে মাথাভাঙা শহরে। এলাকায় বেশ কিছু দাপাদাপির পর সেটি আবারও মানসাই নদী পেরিয়ে মাথাভাঙা দুই নোঙ্গা ব্লকের বড়াইবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বাইসনটিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন বন দফতরে কর্মীরা। যদিও একের পর এক এভাবে লোকালয়ে বন্য জন্তুর আগমনের ঘটনায় আতঙ্কিত বহু মানুষ। দ্রুত জরুরি পদক্ষেপ দাবি জানাচ্ছেন এলাকার স্থানীয়রা।
Sarthak Pandit






