TRENDING:

Cooch Behar News: ভেঙে চুরমার বাড়িঘর, বাইসনের গুঁতোয় আহত ২ জনও! যাচ্ছে তাই তাণ্ডব মাথাভাঙায়

Last Updated:

মাথাভাঙা শহরে প্রবেশ করল বাইসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ল মাথাভাঙা শহরে। জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে এবার মাথাভাঙা শহরে প্রবেশ করল বাইসন। শুধু প্রবেশই নয়, এলাকায় ঢুকে রীতিমত চালাল তাণ্ডব এবং ভাঙল বেশ কয়েকটি বাড়ি। ওই ঘটনায় আহত হন দু’জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর খবর পাঠানো হয় বন দফতরের কাছে।
বাইসনের আক্রমণে ভাঙা বাড়ি
বাইসনের আক্রমণে ভাঙা বাড়ি
advertisement

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন মূলত খাবারের সন্ধানে একটি বাইসন মাথাভাঙা শহরে চলে আসে। শহরের পুর এলাকার ১২ নং ওয়ার্ডে চলে আসে বাইসনটি। সেখানে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে বাইসনটি। এরপর ১২ নং ওয়ার্ড সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকায় বাইসনের হামলায় জখম হন দু’জন। আহত ওই দুজনের নাম পরিমল দাস এবং কিরন দাস। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে।

advertisement

আরও পড়ুন: গরম পড়লেই সব কাজ ছেড়ে শুরু হয় মাটির ভাঁড় তৈরির কাজ! কেন জানেন?

বন দফতরের সূত্রে জানা গিয়েছে, বাইসনটি মানসাই নদী পেরিয়ে প্রবেশ করে মাথাভাঙা শহরে। এলাকায় বেশ কিছু দাপাদাপির পর সেটি আবারও মানসাই নদী পেরিয়ে মাথাভাঙা দুই নোঙ্গা ব্লকের বড়াইবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বাইসনটিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন বন দফতরে কর্মীরা। যদিও একের পর এক এভাবে লোকালয়ে বন্য জন্তুর আগমনের ঘটনায় আতঙ্কিত বহু মানুষ। দ্রুত জরুরি পদক্ষেপ দাবি জানাচ্ছেন এলাকার স্থানীয়রা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাজেট কম? চিন্তা নেই! ১৫ টাকায় চিলি চিকেন-নানে মন ভরবে, কোথায় পাবেন? রইল ঠিকানা
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ভেঙে চুরমার বাড়িঘর, বাইসনের গুঁতোয় আহত ২ জনও! যাচ্ছে তাই তাণ্ডব মাথাভাঙায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল