TRENDING:

Biryani: বিরিয়ানির মাংসে কামড় দিতেই বেরিয়ে এল পোকা! শিলিগুড়িতে শোরগোল, বন্ধ করা হল দোকান

Last Updated:

এ দিন ঘটনার খবর পেয়ে ওই বিরিয়ানির দোকানে হানা দেন কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা শাখার জলপাইগুড়ি বিভাগের কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বিরিয়ানির ভিতরে কিলবিল করছে পোকা৷ এমন গুরুতর অভিযোগ ওঠায় শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা দফতর৷
শিলিগুড়ির বিরিয়ানির দোকানে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতরের হানা৷
শিলিগুড়ির বিরিয়ানির দোকানে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতরের হানা৷
advertisement

এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেক়টাউন এলাকায়৷ ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷ ফলে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে৷

জানা গিয়েছে, গত রবিবার ওই বিরিয়ানির দোকান থেকে কয়েক প্যাকেট বিরিয়ানি কেনেন অভিজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি৷ বাড়ি গিয়ে সবাই মিলে বিরিয়ানি খাওয়ার সময়ই বিপত্তি৷ অভিযোগ, বিরিয়ানির মাংসের ভিতরে রয়েছে পোকা৷

advertisement

আরও পড়ুন: শিক্ষিকার ফাঁদে ছাত্রীর বাবা, ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল- টাকা আদায়! বেঙ্গালুরুতে ধৃত ৩

সঙ্গে সঙ্গে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানান অভিজিৎবাবু৷ কিন্তু সেই অভিযোগ মানতে চাননি ওই দোকানদার৷ এ নিয়ে দু পক্ষের মধ্যে বচসাও হয়৷ খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে দোকানের পাঁচ জনকে আটকও করে৷ কিন্তু কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পাঁচজনকেই ছেডে় দেয় পুলিশ৷

advertisement

এ দিন ঘটনার খবর পেয়ে ওই বিরিয়ানির দোকানে হানা দেন কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা শাখার জলপাইগুড়ি বিভাগের কর্মীরা। দোকান থেকে বিরিয়ানি এবং মাংসের নমুনা সংগ্রহ করেন তাঁরা৷ আপাতত ওই দোকানটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আর এই ঘটনা নিয়েই শিলিগুড়িতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুন মণ্ডলের অভিযোগ, কে বা কারা এই শহরের বুকে বিরিয়ানির দোকান চালাচ্ছে তার কিছুই জানে না পুরসভা। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, ‘পুরসভা এবং স্বাস্থ্য দফতর লাগাতার অভিযান চালাচ্ছে শহরের বিভিন্ন দোকানে। অভিযোগ পেলেই ব্যাবস্থা নেওয়া হবে।’ যদিও অভিযান নিয়ে কিছু বলতে চাননি সরকারী আধিকারিক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Biryani: বিরিয়ানির মাংসে কামড় দিতেই বেরিয়ে এল পোকা! শিলিগুড়িতে শোরগোল, বন্ধ করা হল দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল