এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেক়টাউন এলাকায়৷ ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷ ফলে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে৷
জানা গিয়েছে, গত রবিবার ওই বিরিয়ানির দোকান থেকে কয়েক প্যাকেট বিরিয়ানি কেনেন অভিজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি৷ বাড়ি গিয়ে সবাই মিলে বিরিয়ানি খাওয়ার সময়ই বিপত্তি৷ অভিযোগ, বিরিয়ানির মাংসের ভিতরে রয়েছে পোকা৷
advertisement
আরও পড়ুন: শিক্ষিকার ফাঁদে ছাত্রীর বাবা, ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল- টাকা আদায়! বেঙ্গালুরুতে ধৃত ৩
সঙ্গে সঙ্গে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানান অভিজিৎবাবু৷ কিন্তু সেই অভিযোগ মানতে চাননি ওই দোকানদার৷ এ নিয়ে দু পক্ষের মধ্যে বচসাও হয়৷ খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে দোকানের পাঁচ জনকে আটকও করে৷ কিন্তু কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পাঁচজনকেই ছেডে় দেয় পুলিশ৷
এ দিন ঘটনার খবর পেয়ে ওই বিরিয়ানির দোকানে হানা দেন কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা শাখার জলপাইগুড়ি বিভাগের কর্মীরা। দোকান থেকে বিরিয়ানি এবং মাংসের নমুনা সংগ্রহ করেন তাঁরা৷ আপাতত ওই দোকানটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে৷
আর এই ঘটনা নিয়েই শিলিগুড়িতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুন মণ্ডলের অভিযোগ, কে বা কারা এই শহরের বুকে বিরিয়ানির দোকান চালাচ্ছে তার কিছুই জানে না পুরসভা। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, ‘পুরসভা এবং স্বাস্থ্য দফতর লাগাতার অভিযান চালাচ্ছে শহরের বিভিন্ন দোকানে। অভিযোগ পেলেই ব্যাবস্থা নেওয়া হবে।’ যদিও অভিযান নিয়ে কিছু বলতে চাননি সরকারী আধিকারিক।