Bengaluru School Teacher Arrest: শিক্ষিকার ফাঁদে ছাত্রীর বাবা, ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল- টাকা আদায়! বেঙ্গালুরুতে ধৃত ৩

Last Updated:

ওই শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ানো ব্যক্তি পেশায় ব্যবসায়ী৷ স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে বেঙ্গালুরু শহরেই থাকেন তিনি৷

ধৃত স্কুল শিক্ষিকা৷
ধৃত স্কুল শিক্ষিকা৷
বেঙ্গালুরু: প্রথমে এক ছাত্রীর বাবার সঙ্গে পরকীয়া৷ তার পর ব্ল্যাকমেল করে টাকা আদায় করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন এক স্কুল শিক্ষিকা৷ ওই স্কুল শিক্ষিকা ছাড়াও আরও দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, ২৫ বছর বয়সি ওই স্কুল শিক্ষিকার নাম় শ্রীদেবী রুদাগি৷ অভিযোগ, যে ছাত্রের বাবার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন, তাঁকে ব্ল্যাকমেল করেই চার লক্ষ টাকা আদায় করেন তিনি৷ তাঁর সঙ্গে গণেশ কালে এবং সাগর নামেও দু জনকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে চার লাখ টাকা আদায় করেন ওই শিক্ষিকা৷ আরও ২০ লক্ষ টাকা চেয়ে ওই ছাত্রের বাবাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন তিনি৷
ওই শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ানো ব্যক্তি পেশায় ব্যবসায়ী৷ স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে বেঙ্গালুরু শহরেই থাকেন তিনি৷ ২০২৩ সালে পাঁচ বছর বয়সি মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে ওই শিক্ষিকার সঙ্গে আলাপ হয় তাঁর৷
advertisement
ওই ব্যক্তির অভিযোগ, পরিচয়ের পর থেকেই তাঁকে মেসেজ করতে শুরু করেন ওই শিক্ষিকা৷ ভিডিও কলও করতেন তিনি৷ ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়েন তাঁরা৷ শারীরিক সম্পর্কও তৈরি হয় দু জনের মধ্যে৷ সেই সমস্ত অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে প্রথমে একবার ওই ব্যক্তির থেকে চার লাখ আদায় করেন ওই শিক্ষিকা৷ এর পর গত জানুয়ারি মাসে আরও ১৫ লাখ টাকা দাবি করেন তিনি৷
advertisement
চাপে পড়ে ওই ব্যবসায়ী পরিবারকে নিয়ে গুজরাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ কিন্তু তার জন্য মেয়ের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন ছিল তাঁর৷ অভিযোগ সেই সার্টিফিকেট নিতে গেলে ওই শিক্ষিকা এবং তাঁর দুই পুরুষ সঙ্গী মিলে ওই ব্যবসায়ীকে শিক্ষিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও দেখে ফের ব্ল্যাকমেল করতে শুরু করে৷ এর পর ওই ব্যবসায়ী আরও ১ লক্ষ ৯০ হাজার টাকা অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন৷ তার পরেও ওই শিক্ষিকা টাকা চেয়ে তাঁকে চাপ দিতে থাকেন৷ শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তি৷ ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru School Teacher Arrest: শিক্ষিকার ফাঁদে ছাত্রীর বাবা, ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল- টাকা আদায়! বেঙ্গালুরুতে ধৃত ৩
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement