Air Conditioner: এসি চালাতেই বিকট শব্দ, নড়াচড়া করছে লেজ! এসি-র ভিতরে ওগুলো কী, আঁতকে উঠল গাইঘাটার পরিবার

Last Updated:
এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানা এলাকার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে৷ জানা গিয়েছে, গরম পড়ার পর গতকালই এবার প্রথম এসি চালিয়েছিলেন সুব্রতবাবুর পরিবারের সদস্যরা৷
1/5
গরম পড়ার পর প্রথম বার ঘরে এসি চালানো হয়েছিল৷ কিন্তু তার পরই যে অভিজ্ঞতা হল, তাতে গরমে ঘেমেনেয়ে একসা হলেও এসি চালানোর সাহস আর পাচ্ছে না বনগাঁর একটি পরিবার৷৷ কারণ এসি মেশিনের আউটডোর ইউনিটের ভিতর থেকে উদ্ধার হল পাঁচ পাঁচটি সাপ৷
গরম পড়ার পর প্রথম বার ঘরে এসি চালানো হয়েছিল৷ কিন্তু তার পরই যে অভিজ্ঞতা হল, তাতে গরমে ঘেমেনেয়ে একসা হলেও এসি চালানোর সাহস আর পাচ্ছে না বনগাঁর একটি পরিবার৷৷ কারণ এসি মেশিনের আউটডোর ইউনিটের ভিতর থেকে উদ্ধার হল পাঁচ পাঁচটি সাপ৷<strong> তথ্য ও ছবি- অনিরুদ্ধ কীর্তনিয়া</strong>
advertisement
2/5
এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানা এলাকার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে৷ জানা গিয়েছে, গরম পড়ার পর গতকালই এবার প্রথম এসি চালিয়েছিলেন সুব্রতবাবুর পরিবারের সদস্যরা৷
এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানা এলাকার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে৷ জানা গিয়েছে, গরম পড়ার পর গতকালই এবার প্রথম এসি চালিয়েছিলেন সুব্রতবাবুর পরিবারের সদস্যরা৷
advertisement
3/5
তাঁরা জানান, এসি চালানোর পরই বিকট শব্দ হতে থাকে৷ ঘরও ঠান্ডা হচ্ছিল না৷ কোনও সমস্যা হয়েছে কিনা দেখতে ঘরের বাইরে থাকা এসি যন্ত্রের পাখা ঠিক মতো ঘুরছে কি না, তা দেখতে যান বাড়ির লোকজন৷ তখনই তাঁরা খেয়াল করেন, এসি-র ওই আউটডোর ইউনিটের ভিতর থেকে দেখা যাচ্ছে সাপের লেজ৷
তাঁরা জানান, এসি চালানোর পরই বিকট শব্দ হতে থাকে৷ ঘরও ঠান্ডা হচ্ছিল না৷ কোনও সমস্যা হয়েছে কিনা দেখতে ঘরের বাইরে থাকা এসি যন্ত্রের পাখা ঠিক মতো ঘুরছে কি না, তা দেখতে যান বাড়ির লোকজন৷ তখনই তাঁরা খেয়াল করেন, এসি-র ওই আউটডোর ইউনিটের ভিতর থেকে দেখা যাচ্ছে সাপের লেজ৷
advertisement
4/5
এই দৃশ্য দেখেই আতঙ্ক গ্রাস করে পরিবারটিকে৷ সঙ্গে সঙ্গেই সাপ উদ্ধারকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেওয়া হয়৷ ওই সংগঠনের সদস্যরা এসে প্রথমে এসি-র আউটডোর ইউনিটের ভিতর থেকে দুটি সাপ উদ্ধার করে নিয়ে যান৷ ফের আজ সকালে ওই একই জায়গা থেকে আরও তিনটি সাপ ধরা পড়ে৷
এই দৃশ্য দেখেই আতঙ্ক গ্রাস করে পরিবারটিকে৷ সঙ্গে সঙ্গেই সাপ উদ্ধারকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেওয়া হয়৷ ওই সংগঠনের সদস্যরা এসে প্রথমে এসি-র আউটডোর ইউনিটের ভিতর থেকে দুটি সাপ উদ্ধার করে নিয়ে যান৷ ফের আজ সকালে ওই একই জায়গা থেকে আরও তিনটি সাপ ধরা পড়ে৷
advertisement
5/5
তবে উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, সাপগুলি বিষাক্ত নয়৷ সাধারণত বাড়িতে থাকা টিকটিকি অথবা পোকামাকড় খেতে ঘরে ঢোকে এই ধরনের সাপ৷ তাতেও অবশ্য আতঙ্ক কাটছে না সুব্রতবাবুর পরিবারের৷ এসির ভিতরে আরও সাপ ঘাপটি মেরে আছে কি না, সেই আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাঁদের৷
তবে উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, সাপগুলি বিষাক্ত নয়৷ সাধারণত বাড়িতে থাকা টিকটিকি অথবা পোকামাকড় খেতে ঘরে ঢোকে এই ধরনের সাপ৷ তাতেও অবশ্য আতঙ্ক কাটছে না সুব্রতবাবুর পরিবারের৷ এসির ভিতরে আরও সাপ ঘাপটি মেরে আছে কি না, সেই আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাঁদের৷
advertisement
advertisement
advertisement