বীরপাড়া সংলগ্ন এলাকার এথেলবাড়িতে দেখা যায় এই সিভিক পুলিশকর্মীকে। ট্রাফিক নিয়ম কেউ ভঙ্গ করে বেশি দূর যেতে পারেননা এই সিংহমের জন্য। বাইকে চেপে গিয়ে নিয়মভঙ্গকারীকে ধরে ফেলেন তিনি।সিংহমের আসল নাম নরুল ইসলাম।এলাকায় তাকে আসল নামে খুব কম চেনেন বাসিন্দারা। এথেলবাড়ি চৌপথী এলাকায় তিন বছর আগেও দুর্ঘটনার সংখ্যা ছিল বেশি। তবে সিংহম আসার পর এই সংখ্যা অনেকটাই কমেছে বলে জানা যায় এলাকাবাসীদের কাছ থেকে।
advertisement
আরও পড়ুন- ঘণ্টায় ৩৮,০০০ কিমি…! ধেয়ে আসছে ‘মহাপ্রলয়’! ধ্বংস হবে বহু শহর…ভারতও ‘গুঁড়ো’ হয়ে যাবে?
শুধু দুর্ঘটনা নয় এলাকার শিশুদের রাস্তা পার করিয়ে দেওয়া, বৃদ্ধদের সহায়তা করার কাজ করেন তিনি। এমনকি এলাকার যুবতিদের উত্যক্ত করা রোড রোমিওদের শায়েস্তা করেন তিনি।অভাবের সংসার সিভিক পুলিশের কাজের পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করেন তিনি।তবে ভালবাসা সিভিক পুলিশের কাজের সঙ্গেই।
Annanya Dey