TRENDING:

Malda News: চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস! বসছে এই হাসপাতালে

Last Updated:

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস বসানো হচ্ছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চিকিৎসকদের নিরাপত্তার নিশ্চিত করতে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। কর্মক্ষেত্রে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা যেন সম্পূর্ণ সুরক্ষিত থাকেন সেই সুব্যবস্থা ইতিমধ্যে করতে চলেছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement

সিসিটিভি ক্যামেরা থেকে পুলিশ কর্মী মোতায়েন এমনকি নিরাপত্তা রক্ষীও আগেই বৃদ্ধি করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরেও কর্মক্ষেত্রে চিকিৎসকদের সম্পূর্ণ সুরক্ষিত রাখতে এবার আধুনিক ডিভাইসের ব্যবহার করতে চলেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্সদের রুমে এবার বসানো হচ্ছে বায়োমেট্রিক এক্সেস কন্ট্রোল ডিভাইস।

আরও পড়ুন: তীব্র গতিতে এগোচ্ছে দানা! পারাদ্বীপ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে, ঠিক কখন হবে ল‍্যান্ডফল? ‘ঝড়ের গতির’ কী আপডেট দিল হাওয়া অফিস?

advertisement

অত্যাধুনিক এই ডিভাইস বসানো হবে রেস্ট রুমের দরজায়। নথিভুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ দরজার ভেতরে প্রবেশ করতে পারবেন না। কারণ অত্যাধুনিক এই ডিভাইসের মাধ্যমে প্রথমে দরজা খুলতে হবে। যাদের থাম্বেল ইম্প্রেস নেওয়া থাকবে এই ডিভাইসে তারাই একমাত্র দরজা খুলতে পারবেন। অন্য কোন ব্যক্তি চেষ্টা করলেও দরজা খুলবে না।

View More

এমনই এক অত্যাধুনিক ডিভাইস মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে বসানোর কাজ শুরু হচ্ছে।মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেসরকারি সংস্থার মাধ্যমে এই স্বয়ংক্রিয় ডিভাইস বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। নির্ধারিত করা হয়েছে কোথায় কোথায় এই ডিভাইস বসানো হবে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে প্রথম দফায় হাসপাতালের ৩০ টি জায়গায় এই বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস বসানো হবে। ট্রমা কেয়ার ভবনের অপারেশন থিয়েটার গুলি, এছাড়াও মাতৃমা বিভাগের চিকিৎসক নার্সদের রেস্ট রুমগুলি, মেডিসিন বিভাগের ওয়ার্ডের চিকিৎসকদের রুমে এই ডিভাইস প্রথম পর্যায়ে বসানোর কাজ শুরু হবে।

advertisement

আরও পড়ুন: ল‍্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। প্রথম পর্যায়ে ৩০ টি জায়গায় এই ডিভাইস বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

দ্রুত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। এতে করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক থেকে নার্সদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে বলে মনে করছেন কর্তৃপক্ষরা। সহজেই তৃতীয় কোনও ব্যক্তি বা রোগীর আত্মীয়রা চিকিৎসকদের রুমের মধ্যে প্রবেশ করতে পারবেন না এতে করে সুরক্ষিত থাকবেন চিকিৎসকেরা।

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস! বসছে এই হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল