তৃণমূলে যোগ দিয়ে আজ সিনিয়র নেতা গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন বিনয় তামাং এবং রোহিত শর্মা। শিলিগুড়ি পুরসভায় দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। আর বৈঠক থেকে বেরিয়ে ফের বিনয় বলেন, 'পাহাড়ে বিমল গুরুং, রোশন গিরিদের সঙ্গে যৌথভাবেই কাজ করবো। আমরা এক হয়ে গিয়েছি। মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের হাত শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। কারণ, ২০২৪-এ মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা। আর বিমল গুরুংয়ের সঙ্গে আগেও দু' বার বৈঠক হয়েছে, আবারও হবে শীঘ্রই। গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ের সার্বিক বিকাশ, উন্নয়নের কাজ করতে চাই।'
advertisement
আরও পড়ুন: পুরভোটে ফের সামনে "শিলিগুড়ি মডেল'! বাম-কংগ্রেস আসন রফা করেই হবে লড়াই
এ দিকে এই প্রসঙ্গে আজ দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, 'তৃণমূলের সঙ্গে আমরা আছি। তৃণমূলের সঙ্গে একযোগে কাজ করব। তৃণমূলের সঙ্গে আমাদের জোট আছে। আর বিনয় তামাংও তো তৃণমূলেই আছে।' রোশনের কথাতেই পরিষ্কার পাহাড় থেকে বিজেপিকে নির্মূল করতে একযোগেই কাজ করবে তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চা।
যদিও বিনয় তামাংদের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। শিলিগুড়ির জেলা বিজেপি-র সভাপতি আনন্দ বর্মন বলেন, 'পাহাড়ের মানুষ ওদের চেনে। লোকসভা তো বটেই বিধানসভা নির্বাচনেও দার্জিলিং এবং কালিম্পং দুই জেলার ৬টি আসনের মধ্যে ৫টি বিজেপির দখলে। পাহাড়বাসীর সমর্থন আগেও ছিল, আছে এবং বিজেপি-র প্রতিই থাকবে।'
আরও পড়ুন: শক্ত গড়ে বড় ভাঙন BJP-তে, 'প্রভাবশালী' নেতা ফিরে গেলেন তৃণমূলে!
অন্যদিকে বিনয়ের সঙ্গে বৈঠককে সৌজন্যমূলক বলে দাবি করেন গৌতম দেব। তিনি বলেন, 'ওঁরা পাহাড়ে পরিচিত মুখ। বিনয় তামাং, রোহিত শর্মাদের যোগদানে দল তো শক্তিশালী হবেই। আগামী দিনে ওদের অনুগামীরাও যোগ দেবে দলে। যা পাহাড়ে দলের সংগঠনকে আরও মজবুত করবে।'
আসন্ন পুরভোটে শিলিগুড়ির গোর্খা অধ্যুষিত ওয়ার্ডগুলিতে প্রচারে নামবেন বলে জানান বিনয়। তাঁর দাবি, শিলিগুড়ি পুরবোর্ড এবারে তৃণমূলের দখলেই আসবে।