বিনয় বিবৃতিতে জানিয়েছেন, আমাদের ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি মনে করি না সংবিধানের ওপরে কেউ আছে। গতকাল যে প্রস্তাব পাশ হয়েছে, তা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রসঙ্গে তিনি উত্তরবঙ্গের মানুষকে সরব হতে বলেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে অত্যাচারিত বলে মন্তব্য করেছেন বিনয়।
advertisement
প্রসঙ্গত, বিনয় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। জিটিএ ভোটে জিতে সভাসদ হন। তবে কিছুদিনের মধ্যে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূল কংগ্রেসের। বিনয় তামাং তাঁর বিবৃতিতে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ও কার্শিয়াংয়ের বিধায়ক বি পি বাজগাইকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন, তিন দিনের উত্তরবঙ্গ সফরে আজ মুখ্যমন্ত্রী, পাহাড়ের বাসিন্দারা পাবেন জমির পাট্টা
আরও পড়ুন, বঙ্গভঙ্গের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনছে সরকার পক্ষ
সোমবারই বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করা হয়েছে। আর তারপর পরপরই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বুধবার মেঘালয় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেঘালয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সফরসঙ্গী থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।