আরও পড়ুন-আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী কয়েকদিনে গরম কি কিছুটা কমবে ?
আজ, সোমবার সকালে বিমল গুরুংকে দেখে আসেন দার্জিলিং সদর হাসপাতালের সুপার। ‘‘বিমল গুরুংয়ের অবস্থা স্থিতিশীল। তবে হার্টের সমস্যা রয়েছে। তার সঙ্গে অবশ্য আমরণ অনশনের কোনও সম্পর্ক নেই। হার্টের সমস্যার জন্যেই রেফার করা হচ্ছে।’’ এমনটাই জানিয়েছেন দার্জিলিং সদর হাসপাতালের সুপার শুভাশীষ চন্দ। এদিকে এদিন হাসপাতালে গুরুংকে দেখতে যান সাংসদ রাজু বিস্তা। তিনি এদিন বলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মোর্চার সঙ্গে বিজেপির জোটেরও সম্পর্ক নেই। এমনকী জিটিএ ভোটে বিজেপি লড়বে না। গুরুংয়ের স্বাস্থ্যের খবর নিতেই আসা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।
advertisement
আরও পড়ুন-লক্ষ্য ২০২৪, আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জিটিএ ভোট বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন গুরুং ৷ দার্জিলিংয়ের পাতলেবাস দলীয় কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। গত শনিবার রাত থেকেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল দুপুরের পর ক্রমশ অবনতি হতে থাকে। রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রীরা দেখা করে অনশন প্রত্যাহারের আর্জি জানান। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন গুরুং।
দলীয় নেতা, কর্মীদের আবেদনও ফেরান তিনি। সন্ধ্যের পর গুরুংয়ের ব্লাড প্রেশার, সুগার নামতে থাকে। রাতেই দার্জিলিং সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। স্যালাইন এবং অক্সিজেন দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণেই অনশন প্রত্যাহার করেন গুরুং। জানান মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ৷ রাজ্য আগেই জানিয়ে দিয়েছে, ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ায় এখন আলোচনা সম্ভব নয়। এখন কোন পথে হাঁটে মোর্চা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।