আরও পড়ুন: আবর্জনায় পরিপূর্ণ পরিত্যক্ত বাস স্ট্যান্ডই এখন শহরের অন্যতম দর্শনীয় স্থান
মালদহের কালিয়াচক থানার ছায়াবাণী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। জাতীয় সড়কের পাশে বালি, পাথর বেআইনিভাবে পড়ে থাকায় ওই বাইক আরোহী লরিটিকে রাস্তা ছাড়তে পারেনি। এদিকে দ্রুতগতিতে থাকা লরিটি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, মৃত আক্তারের বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান আছে। এদিন সকালে বাইকে করে তিনি বাড়ির বাজার করতে যাচ্ছিলেন। যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। লরি ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়েন আক্তার। লরির চাকা তাঁকে পিষে দেয়। বেআইনি পার্কিং এবং ইমারত কারবারীদের জন্য রাস্তার একাংশ দখল হয়ে থাকছে বলে মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ। তার কারণেই এই মৃত্যু বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এদিকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
হরষিত সিংহ






