TRENDING:

Bidhan Market at Siliguri : ৬০ বছরের ঐতিহ্যবাহী এই বাজার কি এ বার আধুনিকতার ছোঁয়া পাবে? প্রশ্ন ব্যবসায়ীদের

Last Updated:

Bidhan Market at Siliguri : প্রতিদিন কয়েক হাজার মানুষ ভিড় জমান এই মার্কেটে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মার্কেটের সঙ্গে জড়িত ১৫ হাজার মানুষ। যাদের আয়ের উৎস এই মার্কেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : বিধান মার্কেট। শুধু শিলিগুড়িতেও আবদ্ধ নয়। এর পরিচয় আজ দেশজুড়ে। পাহাড় বা ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকেরা একবার হলেও পা রাখেন এই মার্কেটে। এক ছাতার তলায় রয়েছে বিধান মার্কেট, হংকং মার্কেট, শেঠ শ্রী লাল মার্কেট। ৯ একর জমিতে ছোট-বড় মিলিয়ে চার হাজারের বেশি দোকান রয়েছে।  প্রয়াত প্রাক্তন  মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ১৯৬২ সালে এই মার্কেটের উদ্বোধন করেছিলেন। তখন তার নাম ছিল নিউ মার্কেট। পরবর্তীতে বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর এর নাম করা হয় বিধান মার্কেট।(Bidhan Market of Siliguri)
advertisement

প্রতিদিন কয়েক হাজার মানুষ ভিড় জমান এই মার্কেটে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মার্কেটের সঙ্গে জড়িত ১৫ হাজার মানুষ। যাদের আয়ের উৎস এই মার্কেট। দৈনিক লেনদেনও কোটি টাকা ছাড়িয়ে যায়। অথচ এই মার্কেটের গুরুত্ব প্রশাসনিকস্তরে যতটা পাওয়ার প্রয়োজন, তা মিলছে না বলেই অভিযোগ উঠছে বারে বারে। ৯ একরের মধ্যে মাত্র ২ একর জমির লিজ পেয়েছে কয়েকজন ব্যবসায়ী। বাকিরা এখনও তা পায়নি। একই মার্কেটে লাইসেন্স নবীকরণ বার বার পরিবর্তন হয়েছে। প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে ব্যবসায়ীদের আজীবন লাইসেন্স দেওয়া হয়েছিল। পরে বামেদের আমলে গিয়ে দাঁড়ায় ৫ বছরের মেয়াদ। আর এখন ১১ মাস পর লাইসেন্স নবীকরণ করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত গাড়িতে আটকে পড়া কুকুরকে বাঁচিয়ে নেটিজেনদের নয়নের মণি এই আধিকারিক

কেন ব্যবসায়ীরা স্থায়ী লিজ বা লাইসেন্স পাবে না?-এই প্রশ্নই ব্যবসায়ীদের। বেড়েছে দোকান এবং গুমটি ঘরের সংখ্যা। আর তাতেই ঘিঞ্জি বাজারে পরিণত হয়েছে এই মার্কেট। বহুবার আগুন লেগেছে এই বাজারে। অভিযোগ, এখানে জলাধারের ব্যবস্থা বা পরিসর এতটাই ছোট যে দমকলের ইঞ্জিন ঢোকার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। পার্কিংয়ের ব্যবস্থা নেই বললেই কম বলা হবে। আর তাই এই মার্কেটকে ঢেলে সাজানোর বহু পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই বাম আমল থেকে। কিন্তু অভিযোগ, তা আজও অথৈ জলে।

advertisement

আরও পড়ুন : ফেলে দেওয়া পোট্যাটো চিপসের বাতিল প্যাকেট দিয়ে তৈরি আস্ত শাড়ি! হতভম্ব নেটদুনিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

অথচ এই বাজরের উপরই বেশি নির্ভরশীল শহরের বাঙালি ব্যবসায়ীরা। অথচ অভিযোগ, তাঁরা পেয়েছেন শুধুই প্রতিশ্রুতির ফুলঝুড়ি! ভুক্তভোগীদের বক্তব্য, বাস্তবে ৬০ বছরের ঐতিহ্যবাহী বিধান মার্কেট সেই মান্ধাতার আমলেই পড়ে রয়েছে। বাম এবং বিজেপি চায় ব্যবসায়ীদের স্থায়ী সমাধান। ভূগর্ভস্থ পার্কিং জোন। তৃণমূল পরিকল্পনার পালটা প্রতিশ্রুতি দিচ্ছে। তবে কি এবারে সমস্যার সমাধান হবে? বিধান মার্কেট কি পাবে আধুনিকতার ছোঁয়া? সেই আশাতেই বুক বেঁধে রয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bidhan Market at Siliguri : ৬০ বছরের ঐতিহ্যবাহী এই বাজার কি এ বার আধুনিকতার ছোঁয়া পাবে? প্রশ্ন ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল